চীন সরকারের আমন্ত্রণে আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান আলফা ঔমার কোনারে পাঁচ দিনের আনুষ্ঠানিক সফরে ১৪ আগস্ট সকালে পেইচিংয়ে পৌঁছেছেন।
পেইচিংয়ে সফরকালে কোনারে চীনের নেতাদের সঙ্গে সাক্ষাত্ করবেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও সিং কোনারের সঙ্গে বৈঠক করবেন। পেইচিং ছাড়া তিনি সি আন ও শাংহাই সফর করবেন।
আফ্রিকান ইউনিয়ন কমিশন ১৯৯৯ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর ৫৩টি সদস্য দেশ রয়েছে। কমিটির প্রধান কর্তব্য হলো আফ্রিকান মূলভূভাগের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা ,উন্নয়ন ও সংস্কার কর্মকান্ড ত্বরান্বিত করা এবং দরিদ্র্য দূর করা।
|