পাকিস্তানের নির্বাচন কমিশন ১২ আগষ্ট বলেছে , আন্তর্জাতিক পর্যবেক্ষকদের যে কোনো একটি ভোটদান কেন্দ্রে আঞ্চলিক সরকারের নির্বাচন পর্যবেক্ষণ করতে স্বাগত জানানো হবে ।
ব্রিটেনের ৬ জন ফেডারেল পর্যবেক্ষক নিয়ে গঠিত একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত্কালে পাকিস্তানের নির্বাচন কমিশন এই কথা বলেছে । এই কমিশনের একজন কর্মকর্তা বলেছেন , এবার নির্বাচনের প্রধান বৈশিষ্ট্য হল পাকিস্তানের আঞ্চলিক নির্বাচনে এবার মহিলাদের ব্যাপকভাবে অংশগ্রহনের সুযোগ দেওয়া হয়েছে । তা ছাড়া , এবার নির্বাচনে কৃষক ও সংখ্যালঘু জাতির স্বার্থ বিবেচনা করা হবে ।
উল্লেখ্য , পাকিস্তানের আঞ্চলিক সরকারের নির্বাচন চলতি মাসের ১৮ ও ২৫ তারিখে অনুষ্ঠিত হবে ।
|