 ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে ১২ আগষ্ট অনুষ্ঠিত ১০তম বিশ্ব দৌঁড়-ঝাঁপ নিক্ষেপ চ্যাম্পিয়নশীপের পুরুষ ১১০ মিটার হার্ডলস প্রতিযোগিতার ফাইনালে চীনের দৌঁড়-ঝাঁপ নিক্ষেপ ক্রীড়াবিদ লিউ সিয়াং রৌপ্যপদক অর্জন করেছেন। ফরাসী ক্রীড়াবিদ লাডজি দৌকৌরে এই ইভেন্টের শীরোপা অর্জন করেছেন। এর আগে সিয়াং এথেন্স ওলিম্পিক গেমসের শীরোপাঅর্জন করেছিলেন।
লিউ সিয়াং অর্জিত এই রৌপ্যপদক হলো চীনের পুরুষ ক্রিড়াবিদদের বিশ্বের সকল দৌঁড়-ঝাঁপ নিক্ষেপ চ্যাম্পিয়নশীপের শ্রেষ্ঠ সাফল্য। একই সঙ্গে এবারকার চ্যাম্পিয়নশীপে চীনের প্রতিনিধি দল অর্জিত প্রথম পদক ।
|