ইরাকের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ১২ আগষ্ট খসড়া সংবিধানের প্রস্তাব নিয়ে আলোচনায় কিছু অগ্রগতি অর্জন করেছেন। তাঁরা কিছু বিষয়ে মতৈক্যে পৌঁছেছেন।
কাতারের আল-জাজিরা টেলিভিশন সূত্রে জানা গেছে, বিভিন্ন দলের নেতারা একইদিনে দেশের নাম, কুর্দিশ মিলিশিয়া-বাহিনীর মর্যাদা এবং কিরকুক এ তিনটি বিষয় নিয়ে মতৈক্যে পৌঁছেছেন। তাঁরা দেশের নাম 'ফেডারেল রিপাবলিক অফ ইরাক' রাখার প্রজাতন্ত্র সিদ্ধান্ত নিয়েছেন। কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকার কুর্দি মিলিশিয়া-বাহিনীর দায়িত্ব গ্রহণ করবে। কিরকুকের পরিস্থিতি চলতি বছরের ১৫ ডিসেম্বর স্বাভাবিকভাবে পূনরুদ্ধার হওয়ার জন্য সময়সূচি প্রণয়ন করেছে।
এর আগে, সংবিধান খসড়া প্রস্তাবে ইরাকের বিভিন্ন দলের নেতাদের মধ্যে ১৮টি মতভেদ দেখা দেয়।
|