শ্রীলংকার প্রেসিডেন্ট চন্দ্রিকা বন্দরনায়েক কুমারাতুংগা ১৩ আগস্ট সকালে ঘোষণা করেছেন, শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী লক্ষ্মণ কাদিরগামার গুপ্তঘাতকদের হাতে নিহত হওয়ার পর জটিল পরিস্থিতি মোকাবেলা করা এবং সংশ্লিষ্ট বিভাগ মামলাটি তদন্ত করার জন্য দেশ জরুরী অবস্থা জারি করা হয়েছে ।
খবরে জানা গেছে, কাদিরগামার নিহত হওয়ার পর শ্রীলংকার পুলিশ বাহিনী বিপুল সংখ্যক সামরিক পুলিশ এবং হেলিকপ্টার নিয়ে ব্যাপক চিরুনী অভিযান শুরু করেছে । রাজধানী কলম্বোয় কিছু প্রধান মোড় এবং গুরুত্বপূর্ণ ভবনের সামনে সশস্ত্র বাহিনীর সামরিক গাড়ি মোতায়েন রাখা হয়েছে।
১২ আগস্ট গভীর রাতে কাদিরগামার তাঁর বাসভবনের নিকটে গুলি খেয়ে নিহত হয়েছেন। এখনো কোনো সংস্থা এই ঘটনার দায়িত্ব স্বীকার করে নি। সরকার-বিরোধী তামিল ইলাম টাইগির মুক্তি সংস্থা এই ঘটনার দায়িত্ব অস্বীকার করেছে।
জাতিসংঘের মহাসচিব কফি আনান এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কনডোলিত্জা রাইস ১২ আগস্ট আলাদা আলাদাভাবে প্রকাশিত বিবৃতিতে কাদিরগামারের হত্যাকান্ডের প্রতি নিন্দা প্রকাশ করেছেন।
|