ইস্রাইলের গাজা এলাকা থেকে সরে যাওয়া উপলক্ষে হাজার হাজার ফিলিস্তিনীরা ১২ আগষ্ট গাজায় উদযাপন অনুষ্ঠান করেছেন ।
এটি হল ইস্রাইলের গাজা থেকে প্রত্যাহার উপলক্ষে ফিলিস্তিন সরকার আয়োজিত প্রথম জনসভা । ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান আব্বাস উদযাপন অনুষ্ঠানে জোর দিয়ে বলেছেন , অবশেষে জেরুজালেমে রাজধানী হিসেবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে ।
১৫ আগষ্ট থেকে ইস্রাইল একতরফা পরিকল্পনা পালন করে গাজায় ২১টি ইহুদি আবাসিক এলাকা ও জর্দান নদীর পশ্চিম তীরের উত্তরাঞ্চলের ৪টি ইহুদি আবাসিক এলাকা থেকে সরে যাবে । প্রায় ৪০ বছর ধরে দখল করে রাখার পর ইস্রাইল এই প্রথমবার ফিলিস্তিনের ভূখন্ড থেকে প্রত্যাহার করছে ।
|