v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-12 21:40:33    
১৩ আগষ্ট

cri
    ১৩ আগষ্ট ১৯০৫ নরওয়ে স্বাধীন হয়

    ১৯০৫ সালের ১৩ আগষ্ট নরওয়ের আয়োজিত একটি গণভোটে দেখা যায়, ৮০ শতাংশ নর্ওয়েজীয় নাগরিক স্বাধীনতার দাবি করেন। সে দিন থেকে নরওয়ে একটি স্বাধীন দেশে পরিণত হয়।

    ১৩ আগষ্ট ১৯১০ নাইটিঙ্গেলের মৃত্য

    ১৯১০ সালে ১৩ আগষ্ট বিশ্ব-বিখ্যাত নার্স নাইটিঙ্গেল লন্ডনে মারা যান। ছোটবেলা থেকে তিনি নার্স পেশার প্রতি গভীর আগ্রহ দেখান। দীর্ঘকাল ধরে তিনি সেনাবাহিনীর হাসপাতলে কাজ করেন। পরে নার্সদের তৈরী করা এবং প্রশিক্ষণ দেওয়ার জন্য তিনি ইংল্যান্ডেনাইটিঙ্গেল নার্স ইস্কুল আর দারিদ্র বিমোচন কেন্দ্র গড়ে তুলেন। স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিবেসে তিনিই প্রথম নারী যিনি "কৃতি নার্স পদক" অর্জন করেন।

     ১৩ আগষ্ট ১৯২৬ কিইবার নেতা ক্যাস্ট্রোর জন্ম

    ১৯২৬ সালের ১৩ আগষ্ট কিউবার বিপ্লবী নেতা ফিডেল ক্যাস্ট্রোজন্ম গ্রহণ করেন। বর্তমানবিশ্বের রাজনৈতিক নেতাদের মধ্যে যারা কয়েক ডর্জন বছর ধরে স্বদেশের জনগণের ভালবাস পেয়েছেন এবং বিশ্ব সমাজের তথ্যমাধ্যমের দৃষ্টিআকর্ষণ করেছেন তাদের সংখ্যা বেশী নয়।কিউবার নেতা কাস্ট্রোএমন একজন মহান নেতা যিনি কিউবারের জনগণের মনে দেবদার মতো। জাতির স্বাধীনতা রক্ষার জন্য সহিংসতা উপেক্ষা করে বীরত্ব দেখিয়েছেন বলে তিনি বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে লাতিন আমেরিকার দেশগুলোর জনগণের ভালবাসা জয় করেছেন। ছোটবেলা থেকেই তিনি পড়াশুনায় খুব মনোযোগী ছিলেন। তাঁর মেধা অসাধারণ। তিনি টেলিভিশনে একটানা কয়েক ঘন্টা ধরে বক্তৃতা দিতে পারেন। তাঁর বক্তৃতায় শ্রোতারা মুগ্ধ হন।

    ১৩ আগষ্ট ১৯৯২ চীনে বেশ কয়েকটি অভ্যন্তরীণ প্রাদেশিক রাজধানী বহি: বিশ্বের দিকে উন্মুক্ত

    ১৯৯২ সালের ১৩ আগষ্ট চীনের রাষ্ট্রীয় পরিষদের একটি বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত নেয়া হয় যে, ছুংছিং, ইউয়েইয়াং, উহ্যান, চিওচিয়াং আর উহু এ পাঁচটি ইয়াংসি নদীর উপকূলীয় শহর বহি: বিশ্বের দিকে উন্মুক্ত হয়। তা ছাড়া, ১১টি অভ্যন্তরীণ এলাকার প্রাদেশিক রাজধানীগুলোতে উপকূলীয় উন্মুক্ত শহরগুলোর অনুরূপ নীতি প্রবর্তিত হয়। আশির দশকে উপকূলীয় অঞ্চলে উন্মুক্ততা নীতি কার্যকরী করার ভিত্তিতে চীনের রাষ্ট্রীয় পরিষদ উল্লেখিত শহরগুলোকে বহি:বিশ্বের দিকে উন্মুক্ত করার সিদ্ধান্ত নেয়।

    ১৩ আগষ্ট ১৯৮৫ চীনের রাষ্ট্রীয় পরিষদে শিংহু পরিকল্পনা অনুমোদিত

১৯৮৫ সালের ১৩ আগষ্ট স্থানীয় অর্থনীতি জোরদার করা এবং বিজ্ঞান ও প্রযুক্তি চাঙ্গা করার উদ্দেশ্যে চীনের রাষ্ট্রীয় বিজ্ঞান কমিশনের প্রণয়ন-করা "শিহু পরিকল্পনা " চীনের রাষ্ট্রীয় পরিষদের অনুমোদন পায়। চীনের সপ্তম পাঁজসালা পরিকল্পনার মেয়াদে এই "শিহু কর্মসূচী" বিরাট ভূমিকা পালন করে। যার ফলে চীনের গ্রামাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত হয়।