 ১২ আগষ্ট চীনের কেন্দ্রীয় ফাইল ভবনের সূত্রে জানা গেছে, " চীনে আক্রমণকারী জাপানী যুদ্ধবন্দীদের লিখিত স্বীকারোক্তি" নামক একটি বই সম্প্রতি পেইচিংএ ছাপানো হয়েছে। চীনে এই প্রথমজাপানী যুদ্ধবন্দীদের লিখিত স্বীকারোক্তির মূল কপি প্রকাশিত হয়েছে।
জানা গেছে, এই বইতে ৪৫জন জাপানী যুদ্ধবন্দীর লিখিত স্বীকারোক্তির মূল কপি সংগ্রহ করা হয়েছে। তাদের লিখিত স্বীকারোক্তির বিষয়বস্তুতে কোনো অংশ বাদ দেয়া হয়নি।এতে প্রকৃতভাবে জাপানী আক্রমণকারীদের চীনে যুদ্ধ বাঁধানোর প্রকৃত বাস্তবতা প্রতিফলিত হয়েছে।
উল্লেখ্য, ১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পর, চীনে আটকৃত জাপানী যুদ্ধবন্দীর সংখ্যা ছিল হাজারাধিক। তাদের মধ্যে অধিকাংশকে মুক্তি দেওয়া হয়। মাত্র ৪৫জন উচ্চ পদস্থ অফিসারের প্রকাশ্যে বিচার করা হতেন।
|