সম্প্রতি চীনের রাষ্ট্রীয় বন ব্যুরোর একটি সূত্রে জানা গেছে, উপকূলীয় অঞ্চলে সুনামি , টাইফন প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধের ক্ষমতা যাতে বাড়ানো হয় এবং ভূভাগের প্রাকৃতিক নিরাপত্তা আর জনসাধারণের জানমালের নিরাপত্তা যাতে রক্ষা করা হয় সেই জন্য ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত চীনের উপকূলীয় অঞ্চলের সার্বিক সংরক্ষণ ব্যাস্থাজোরদার করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় বন ব্যুরোর পরিকল্পনা অনুযায়ী, উপকূলীয় অঞ্চলের বৃক্ষ সংরক্ষণ ব্যস্থায় সৈকতে বিশেষ ধরনের গাছ রোপন করা , বৃক্ষহীণ পাহাড়ে বনায়ন করা ইত্যাদি পরিকল্পনা অন্তর্ভূক্ত রয়েছে।
উল্লেখ্য , চীনের মূল ভূভাগের উপকূলীয় লাইন ১৮ হাজার কিলোমিটারেরও বেশী । এ অঞ্চলগুলো আবহাওয়া সহজেই পরিবর্তিত হয়। এ জন্য টাইফুন আর ঘূর্নিঝড় প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ ঘনঘন ঘটে।
|