চীনের সিছুয়েন প্রদেশের সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, এ প্রদেশে পান্ডার কৃত্রিম প্রজনন এবং পাহাড় অঞ্চলে ছেড়ে দেওয়ার প্রকল্প শুরু হয়েছে।
জানা গেছে, ২০০৩ সালে চীনের প্রথমপান্ডাটিকে পাহাড়ে ছেড়ে দেওয়া হয়। পাহাড় অঞ্চলে দু' বছর থাকার পর এই পান্ডা মোটামুটি পাহাড় অঞ্চলে থাকতে অভ্যস্ত হয়েছে। এ থেকে প্রতিপন্ন হয়েছে যে পান্ডার কৃত্রিম প্রজনন আর তাদের পাহাড় অঞ্চলে ছেড়ে দেওয়ার প্রকল্পে খুব একটা বড় সমস্যা নেই।
উল্লেখ্য , পান্ডার পাহাড় অঞ্চলে ছেড়ে দেওয়া হলে তাদের সংখ্যা বৃদ্ধি পেতে পারে ।
|