১১ আগষ্ট চীনের উপস্বাস্থ্য মন্ত্রী ও চীনের ঐতিহ্যিক চিকিত্সা ও ভেষজ ওষুধ পরিচালনা ব্যুরোর প্রধান মাদাম সে চিং হংকংয়ে বলেছেন , মূলভূভাগের ভেষজ ওষুধের আধুনিকায়নের কাজে প্রাথমিক সাফল্য অর্জিত হয়েছে । হংকংয়ের অনুষ্ঠিত একটি অধিবেশনে ভাষন দেয়ার সময় সে চিং এই কথা বলেছেন । তিনি আরো বলেছেন , গত দশ বছরে ভেষজ ওষুধের আধুনিকায়ন তরান্বিত করার জন্য সরকার সংশ্লিষ্ট নীতি প্রনয়ন করেছে এবং অনেক ব্যবস্থা নিয়েছে । বর্তমানে মূলভূভাগের ভেষজ ওষুধ প্রক্রিয়াকরণ ও গবেষনার সামর্থ্য লক্ষনীয়ভাবে উন্নত হয়েছে । সরকারের অর্থবিনিয়োগে বেশ কয়েকটি ভেষজ ওষুধ গবেষনা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে এবং ১৪টি প্রদেশকে চীনের ভেষজ ওষুধ আধুনিকায়ন ঘাঁটি হিসেবে নির্ধারিত হয়েছে ।
মাদাম সে চিং বলেছেন , সাম্প্রতিক বছরগুলোতে ভেষজ ওষুধের প্রক্রিয়াকরণের মান উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে বিদেশের সঙ্গে চীনের মূলভূভাগের আদান-প্রদান ও সহযোগিতা ক্রমেই বাড়ছে , চীনের ভেষজ ওষুধের রপ্তানির পরিমাণও দ্রুত বাড়ছে ।
|