v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-12 20:07:39    
চীনে পরিবার পরিকল্পনা আছে কি?

cri
প্রশ্নকর্তাঃবাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার এম এস জোহা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আশরাফুল ইসলাম

উঃ চীন পরিবার পরিকল্পনাকে এক মৌলিক জাতীয় নীতি হিসেবে কার্যকরী করে। চীনের পরিবার পরিকল্পনা দেশের উপদেশ এবং জনসাধারণের স্বতঃস্ফুর্ততার যোগফল বলা চলে। চীনের বর্তমান পরিবার পরিকল্পনা নীতির প্রধান বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত আছে দেরিতে বিয়ে করা , দেরিতে সন্তান-নেয়া , কম সন্তান-প্রসব এবং শ্রেষ্ঠ সন্তান-প্রসব, এক দম্পতি এক সন্তান-প্রসব সমর্থন করা। গ্রামাঞ্চলে কঠিন অবস্থার সম্মুখীন দম্পতিরা প্রথম সন্তান প্রসবের কয়েক বছরের পর দ্বিতীয় বাচ্চা প্রসব করতে পারেন। সংখ্যালঘু জাতি অঞ্চলে বিভিন্ন জাতির নিজের ইচ্ছা এবং সেই জাতির জনসংখ্যা, সম্পদ, অর্থনীতি, সংস্কৃতি এবং প্রথা প্রভৃতি সুনির্দিষ্ট অবস্থা অনুযায়ী পৃথক নিয়ম আছে। সাধারণতঃ দুই সন্তান প্রসব করতে পারেন, কিছু অঞ্চলে তিন জন বাচ্চাও প্রসব করতে পারেন। অত্যল্প জনসংখ্যাবিশিষ্ট সংখ্যালঘু জাতির ওপর সন্তান প্রসবের কোনো বাধা-নিষেধ নেই। পরিবার পরিকল্পনা নীতি চালু হওয়ার পর চীনে দেরিতে বিয়ে করা, দেরিতে সন্তান প্রসব, কম সন্তান প্রসব এবং শ্রেষ্ঠ সন্তান প্রসব ক্রমে ক্রমে এক সামাজিক ফ্যাশনে পরিণত হয়েছে।

চীন দেশে বার্ষিক চা উত্পাদন কত এবং উত্পাদিত চা কোন্ কোন্ দেশে রপ্তানী হয়?

প্রশ্নকর্তাঃ বাংলাদেশের ঝিনাইদহ জেলার ডি এক্স রেডিও ফ্যান ক্লাবের শ্রী সুকদেব কুমার ঘোষ

উঃ চীনের চা প্রচলন সমিতি সূত্রে জানা গেছে, চীনের চা চাষের আয়তন বর্তমান বিশ্বে প্রথম স্থানে আছে, চীনের উত্পাদন পরিমাণ দ্বিতীয় স্থানে আছে। সার্স চলাকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চা-পান এই রোগ প্রতিরোধে সহায়ক বলে প্রকাশ্যে ঘোষণা দেয়ার ফলে চা বাজার আরো দ্রুতই বৃদ্ধি পেয়েছে। ২০০৪ সালে চীনের চা রপ্তানী ২ লক্ষ ৮০ হাজার টন, রপ্তানী আয় প্রায় ৪৪ কোটি মার্কিন ডলার, এর আগের বছরের তুলনায় পৃথক পৃথকভাবে ৯.৫ এবং ১৯ শতাংশ বেড়েছে। চীনের চা রপ্তানীর পরিমান চীনের মোট উত্পাদন পরিমাণের তিন ভাগের এক ভাগ।

চীনের চা পাঁচটি মহাদেশের ১০৪টি দেশ আর অঞ্চলে রপ্তানি করা হয়, দশ হাজার টনেরও বেশি রপ্তানি বাজার হচ্ছে এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা এবং ইউরোপের ১২টি দেশ আর অঞ্চল।

চীনে প্রথম স্বর্ণ পদক বিজয়ী নারীর নাম কি?

প্রশ্নকর্তাঃ বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ঘোড়াদাইড়ের বেতার বন্ধু শ্রোতা সংঘের সভাপতি মোঃ জুয়েল আহম্মেদ মল্লিক

উঃ ১৯৬১ সালের এপ্রিল মাসে পেইচিংয়ে অনুষ্ঠিত ২৬তম বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার নারী একক খেলার ফাইনালে ছিউ চুং হুই হ্যা২গেরির খেলোয়াড়কে পরাজিত করে চীনের প্রথম নারী বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। ছিউ চুং হুই ১৯৩৫ সালে জন্মগ্রহণ করেছেন। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি চীনের জাতীয় নারী টেবিল টেনিস দলের কোচ, জাতীয় ক্রিড়া কমিশনের ক্রিড়া বিজ্ঞান গবেষণাগারের সহকারী গবেষক, চীনের টেবিল টেনিস সমিতির ভাইস-চেয়ারম্যান প্রভৃতি পদে নিযুক্ত ছিলেন। ক্রীড়াক্ষেত্রে শ্রেষ্ঠ সাফল্য সৃষ্টি করার সঙ্গে সঙ্গে তিনি টেবিল টেনিসের কারিগরী উন্নয়ন এবং গবেষণা ক্ষেত্রেও লক্ষ্যনীয় অবদান রেখেছেন। চীনের জাতীয় ক্রিড়া কমিশন তাঁকে জাতীয় ক্রিড়া গৌরব পদক প্রদান করেছে।