|
দক্ষিণ কোরিয়া সরকার ১২ আগস্ট আবার উত্তর কোরিয়া বেসামরিক ক্ষেত্রে পারমাণবিক শক্তি ব্যবহার ব্যাপারে তার অবস্থান আবার ব্যাখ্যা করেছে যে, উত্তর কোরিয়া "পারমাণবিক অস্ত্র অবিস্তার চুক্তিতে" ফিরে আসলে এবং নিবিড়ভাবে অন্যান্য আন্তর্জাতিক দায়িত্ব পালন করলে, তারা শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহার করার অধিকার উপভোগ করতে পারবে।
কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত ছ-পক্ষীয় বৈঠকে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের উপ-পরিচালক ছাও তাই ইয়ুং একই দিনে সিউলে সংবাদদাতাদের সাক্ষাত্কার দেয়ার সময়ে বলেছেন, সম্প্রতি কিছু সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে, দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র-সহ ছ-পক্ষীয় বৈঠকের সংশ্লিষ্ট পক্ষের কাছে উত্তর কোরিয়ার বেসামরিক ক্ষেত্রে পারমাণবিক তত্পরতা চালানোর অনুমতি দেয়ার জন্য প্রভাবিত করছে। এসব খবর দক্ষিণ কোরিয়া বরাবরই জোর দিয়ে ব্যক্ত পূর্বশর্ত উপেক্ষা করেছে বলে খুব দায়িত্বহীন। তিনি বলেছেন, দক্ষিণ কোরিয়া সরকার মনে করে যে, উত্তর কোরিয়া শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের পূর্বশর্ত হলো, "পারমাণবিক অস্ত্র অবিস্তার চুক্তিতে" আবার ফিরে আসা, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে সহযোগিতা করা এবং ইউরেনিয়াম ঘনিভূতকরণ ও প্লুটোনিয়াম শোধন যন্ত্রপাতি বা গ্রাফাইট রি-একটর অর্জন না করা।
|