v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-12 14:21:40    
এ বছরের মধ্যে গরিবদের ত্রাণ ব্যবস্থা গড়ে উঠবে

cri
    চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রী লি শুয়ে চুই বলেছেন, এ বছরের মধ্যে চীনের ৯০ শতাংশ প্রদেশে এবং ৭০ শতাংশ জেলায় প্রাথমিকভাবে দরিদ্রদের ত্রাণ ব্যবস্থার মৌলিক কাঠামো গড়ে উঠবে।

    গত ৫ জুলাই নান চিংয়ে সমাপ্ত চীনের বেসামরিক প্রশাসন বিষয়ক জাতীয় সম্মেলনে লি শুয়ে চুই বলেছেন, শহরে ও গ্রামে দরিদ্রদের ত্রাণ ব্যবস্থা প্রতিষ্ঠা করা একটি আশু রণনৈতিক কর্তব্য। বর্তমানে চীনের গ্রামীণ এলাকায় প্রায় ২ কোটি ৬১ লক্ষ অতি গরিব লোক আছে এবং ৪কোটি ৯৭ লক্ষ ৭ হাজার লোক নূণ্যতম আয়-ভোগী। শহরে জীবনের ন্যূণতম নিশ্চয়তা ভোগকারীদের সংখ্যা প্রায় ২ কোটি ২০ লক্ষেরও বেশি। তাছাড়া প্রতি বছর আরও অনেক দুর্গত এবং বিভিন্ন ধরণের দরিদ্রদের সামাজিক ত্রাণ দরকার। ত্রাণের মানদণ্ডও অর্থনীতি ও সমাজের উন্নয়ন এবং জনসাধারণের জীবন-যাত্রার মানের উন্নতির সঙ্গে সঙ্গে স্থিতিশীলভাবে বাড়াতে হবে।

    সামাজিক ত্রাণের ব্যবস্থা হলো শহর ও গ্রামের বিশেষ অসুবিধায় জর্জরিত লোকদের মৌলিক জীবনের নিশ্চয়তা বিধান করা এবং তাদে জীবনের সম্মুখীণ বিশেষ অসুবিধা দূরীকরণে সাহায্য করার জন্য স্থাপিত একটি ধারাবাহিক আইন- বিধি এবং এ ব্যবস্থা কার্যকরীকরণের প্রয়োজনীয় কাঠামো, সাংগঠনিক জাল আর বস্তুগত ও প্রযুক্তিগত শর্ত ইত্যাদি উপাদানের সমন্বয় সম্বলিত একটি অবিচ্ছেদ্য ব্যবস্থা।

    লি শুয়ে চুই বলেছেন, সামাজিক ত্রাণের ব্যবস্থা স্থাপন করার ব্যাপারে কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও স্থানীয় সরকারের উদ্যোগ দরকার। চীনের রাষ্ট্রীয় পরিষদ ও সংশ্লিষ্ট বিভাগ দুর্গত লোকদের ত্রাণসাহায্য, শহরে নাগরিকদের জীবনের ন্যূণতম নিশ্চয়তা বিধান, গ্রামের সন্তানবিহীন পরিবারের জীবনের নিশ্চয়তা বিধান, শহর ও গ্রামের চিকিত্সায় ত্রাণসাহায্য, শিক্ষাক্ষেত্রে ত্রাণসাহায্য, বসতবাড়ি নির্মাণের ক্ষেত্রে ত্রাণসাহায্য এবং আইনগত সাহায্য ইত্যাদি ক্ষেত্রে সংশ্লিষ্ট নীতি ও দলিল পত্র প্রণয়ন করেছে। বিভিন্ন এলাকার প্রধান কাজ হলো সংশ্লিষ্ট ব্যবস্থার প্রতিষ্ঠা, উন্নয়ন এবং সমন্বয় করা। বর্তমানে এ ব্যবস্থা প্রতিষ্ঠা ত্বরান্বিত করার জন্য চীনের ১৪টি প্রদেশ, স্বয়ত্ত শাসিত অঞ্চল আর মহা-নগর পার্টি কমিটি ও সরকারের পক্ষ থেকে দলিল পত্র প্রণয়ন করেছে এবং ৮টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল ও মহানগর সংশ্লিষ্ট দলিল পত্র প্রণয়নের প্রস্তুতি নিয়েছে।