আর্জেন্টিনার প্রেসিডেন্ট কিরছনার সফররত ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ছাভেজ ১১ তারিখে এক যৌথ ইস্তাহারে বলেছেন, দুদেশের সরকার লাটিন আমেরিকানর একায়ন ত্বরান্বিত এবং দুদেশের দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করবে।
দুই প্রেসিডেন্ট আরো বলেছেন, দুদেশ দক্ষিণ ব্যাংক, লাটিন আমেরিকান মুদ্রা তহবিল ও আমেরিকান তেল কোম্পানি ইত্যাদি আঞ্চলিক সংস্থা স্থাপনের চেষ্টা করবে, যাতে অর্থনৈতিক একায়ন প্রক্রীয়া ত্বরান্বিত করা যায়। দুপক্ষ অন্যান্য লাটিন আমেরিকান দেশের সঙ্গে সহযোগিতা করবে , সহস্রাব্দী লক্ষ্য বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, বিভিন্ন দেশের সামাজিক সমস্যা সমাধান করার জন্য মিলিত প্রচেষ্টা করবে।
দুপক্ষ আন্তর্জাতিক বহুক্ষেত্রের সহযোগিতা জোরদার করবে, জাতিসংঘের সাধারণ পরিষদ , নিরাপত্তা পরিষদ ও আর্থসামাজিক পরিষদ সহ জাতিসংঘের সব গুরুত্বপূর্ণ সংস্থার সার্বিক সংস্কার ত্বরান্বিত করবে।
|