২৩ তম গ্রীষ্মকালী বিশ্ব ছাত্র গেমস ১১ আগস্ট রাতে তুরস্কের উপকূলীয় ইজমির শহরে উদ্বোধন হয়েছে।
এবারকার প্রতিযোগিতায় দৌড়-ঝাঁপ-নিক্ষেপ, সাঁতার আর ভলিবল ইত্যাদি ১৫টি বিভাগ আছে। ১৭০টি দেশ ও এলাকা থেকে প্রায় দশ হাজার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় যোগ দিয়েছেন। চীন এই প্রতিযোগিতায় যোগ দিতে ২০১জন প্রতিযোগি পাঠিয়েছে। তাঁরা দৌড়-ঝাঁপ-নিক্ষেপ, সাঁতার, ফুটবল, বাকেটবল এবং ভলিবল সহ ১১টি প্রযোগিতায় যোগ দেবে এবং ১০ থেকে ১৫টি স্বর্ণ পদক অর্জনের প্রচেষ্টা চালাবে। এবারকার বিশ্ব ছাত্র গেমসের কিছু প্রতিযোগিতা ১০ আগস্ট শুরু হয়েছে। সব প্রতিযোগিতা ২১ আগস্ট শেষ হবে।
গ্রাষ্মকালী বিশ্ব ছাত্র গেমসে প্রতি দু'বছর একবার অনুষ্ঠিত হয়।
|