আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাস্থ ইরানের প্রধান প্রতিনিধি সিরোস নাসেরি ১১ আগস্ট ভিয়েনায় বলেছেন, ইরান অব্যাহতভাবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা চালাবে এবং পারমাণবিক অস্ত্রের অবিস্তার চুক্তি অনুসরণ করবে। কিন্তু ইরান বাইরের চাপে নতি স্বীকার করবে না।
নাসেরি বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিষদের জরুরী সম্মেলনে গৃহীত ইরানের পারমাণবিক সমস্যা সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। কারণ এই সিদ্ধান্তে পারমাণবিক অস্ত্রের অবিস্তার চুক্তি স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরানের ন্যায্য অধিকার উপেক্ষা করা হয়েছে। তবুও ইরান ই ইউ'র সঙ্গে পারমাণবিক সমস্যা নিয়ে আরো আলোচনা চালাতে ইচ্ছুক।
|