পেরুর প্রেসিডেণ্ট তোলেদো ১১ আগস্ট মন্ত্রীসভার সকল সদস্যের পদত্যাগের দাবি জানিয়েছেন, যাতে প্রধানমন্ত্রীর পদত্যাগ জনিত সরকারী সংকট সমাধান করা যায়।
১১ আগস্ট পেরুর প্রধানমন্ত্রী ফেরেরো এবং হাউসিং, স্থাপত্য এবং নিরাপত্তা মন্ত্রী ব্রুস পর পর পদত্যাগ করেছেন। নতুন পররাষ্ট্রমন্ত্রী অলিভেরার শপথগ্রহণের একই দিন ফেরেরো পদত্যাগের পত্র দাখিল করেছেন।
জানা গেছে, পেরুর কুজকো এলাকায় কোকার চাষ বৈধ হওয়া উচিত কিনা এই বিষয়ে প্রধানমন্ত্রী ও নতুন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে গুরুতর মতভেদ থাকে। নতুন পররাষ্ট্রমন্ত্রী অলিভেরা সে এলাকায় কোকার চাষ করতে অনুমতি দেওয়ার প্রস্তাব সরাসরি সমর্থন করেছেন। কোকা চাষের ক্ষেত্রে কলম্বিয়ার পর পেরু দ্বিতীয় স্থানে রয়েছে। বর্তমানে পেরুতে কোকার চাষ ভূমি ৫০ হাজার হেকটর দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু ৯ হাজার হেকটর চাষভূমি বৈধ।
|