v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-12 09:10:35    
১২ আগস্ট

cri
**১২ আগষ্ট ১৯৭৭ " সংস্কৃতি বিপ্লবের" অবসানের ঘোষণা

    ১৯৭৭ সালের ১২ থেকে ১৮ আগষ্ট পর্যন্ত চীনের কমিউনিষ্ট পাটির একাদশ জাতীয় কংগ্রেস পেইচিংএ অনুষ্ঠিত হয়। এই কংগ্রেসে চীনের কমিউনিষ্ট পাটির কেন্দ্রীয় কমিটির তত্কালীণ চেয়ারম্যান হুওয়া গু ফরের প্রদত্ত রাজনৈতিক রির্পোটে " চার চক্রের" সঙ্গে লড়াই করার অভিজ্ঞতার সারসংকলন করা হয় এবং " সাংস্কৃতিক বিপ্লবের" অবসান ঘোষণা করা হয়। চেয়ারম্যান হুয়া বলেন, শ্রেণী সংগ্রামের পরিবর্তে চীনের শান্তি আর সংহতি দরকার। তিনি জোর দিয়ে বলেন, ১৯ শতাব্দীতে চীনকে আধুনিক ও শক্তিশালী সমাজতান্ত্রিক দেশে রুপান্তরিত করা নতুন পর্বসময়ে চীনের কমিউনিষ্ট পাটির মৌলিক কতর্ব্য।

**১২ আগষ্ট নরওয়ের গণ ভোটে সুইডেনের সঙ্গে জোটের অবসান

    ১৯০৫ সালের ১২ আগষ্ট গণ ভোটের মাধ্যমে সুইডেনের সঙ্গে নরওয়ের জোট বাঁধানোর অবসান ঘটানোর সিদ্ধান্ত নেওয় হয়। দেশব্যাপী গণ ভোটে ৩৬৮২০৮ জন ভোটারের মধ্যে মাত্র ১৮৪ জন এই জোট অব্যাহত রাখার পক্ষ্যেমত প্রকাশ করেন। সুতরাং এ থেকে বুঝা যায় , নরওয়ে সরকারের এই সিদ্ধান্ত সঠিক।

**১২ আগষ্ট ১৯৪৯ যুদ্ধের শিকারদের সংরক্ষণ সম্পর্কিত জেনিভা চুক্তি স্বাক্ষর

    ১৯৪৯ সালের ১২ আগষ্ট জেনিভায় ৬৩টি দেশের মধ্যে যুদ্ধের শিকারদের সংরক্ষণ সম্পর্কিত চাঁরটি চুক্তি স্বাক্ষরিত হয়।এসব চুক্তি ১৯৫০ সালের ২১ অকটোবর বলবত হয় ।চুক্তিগুলোতে সংর্ঘষের সঙ্গে জড়িত বিভিন্ন পক্ষের জন্য মৌলিক নীতি অনুসরণের বিধি নিধার্রন করা হয়।১৯৫২ সালের ১৩ জুলাই চীনের তত্কালীণ পররাষ্ট্র মন্ত্রী চো এন লাই এই চাঁরটি জেনিভা চুক্তিকে স্বীকৃতি দেন।

**১২ আগষ্ট ১৯৭৮ চীনের কমিউনিষ্ট পাটির কেন্দ্রীয় কমিটির হংকং-ম্যাকাও গ্রুপ প্রতিষ্ঠা

    হংকং-ম্যাকাও বিষয়ক কাজর্কম ভালভাবে পরিচালনা করার জন্য ১৯৭৮ সালের ১২ আগষ্ট চীনের কমিউনিষ্ট পাটির কেন্দ্রী কমিটি কেন্দ্রীয় হংকং-ম্যাকাও বিষয়ক গ্রুপ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।

**১২ আগষ্ট ১৯৭৮ চীন-জাপান শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষরিত

    ১৯৭৮ সালের ১২ আগষ্ট পেইচিংএ "চীন-জাপান শান্তি ও মৈত্রী চুক্তি " স্বাক্ষরিত হয়। ১৯৭৮ সালের ২৩ অকটোবর টোকিওতে চুক্তির অনুমোদন পত্র বিনিময় করার সময় থেকে এই শান্তি ও মৈত্রী চুক্তি বলবত হয়। এই চুক্তি বলবত মেয়াদ ১০ বছর। এই চুক্তির স্বাক্ষর এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের পরিস্থিতি স্থিতিশীল করা এবং বিশ্ব শান্তি রক্ষা করার অনুকূল। চুক্তিতে বলা হয় , এই চুক্তির স্বাক্ষর কোনো তৃতীয় দেশের সম্পর্কের ক্ষতি করে না।