|
 |
(GMT+08:00)
2005-08-11 21:59:42
|
ফিলিস্তিন-ইসরাইল একপক্ষীয় কার্যক্রমের যুক্ত কার্যলয়ের কাজ শুরু
cri
১১ আগষ্ট ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে ঘোষণা করা হয়েছে, ফিলিস্তিন আর ইসরাইলের যুক্ত কার্যক্রম অফিসের কাজ একই দিন শুরু হয়েছে। ইসরাইলের একপক্ষীয় কার্যক্রম বাস্তবায়নের সময়পর্বে ফিলিস্তিন-ইসরাইল দু'পক্ষের নিরাপত্তা সংক্রান্ত বিষয়াদি সমন্বয় করা করা এই কার্যালয়ের কতর্ব্য।বিবৃতিতে বলা হয়েছে, এই যুক্ত কার্যক্রম কার্যালয় গার্জা অঞ্চল আর জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদী বসতি থেকে ইসরাইলের অপসরণের প্রক্রিয়ার দিকে নজর রাখবে। তা ছাড়া, ইসরাইলের অপসরণের জায়গায় ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনীর মোতায়েন তত্পরতা সমন্বয়ের কাজও এই কার্যালয়ের দায়িত্ব।
|
|
|