চীনের অর্থনৈতিক সংস্কারের প্রশংসায় নব-নিযুক্ত রুশ রাষ্ট্রদূত
cri
১১ আগষ্ট রাশিয়ার " ভ্রেমিয়া নভতস্তেই " পত্রিকার একটি খবরে বলা হয়েছে, আগামী সপ্তাহে চীনে নিয়োজিতব্য রাশিয়ার নতুন রাষ্ট্রদূত সেরগেই রাজোভ বলেছেন, চীনের অর্থনৈতিক সংস্কারের কাঠামো সাফল্যজনক এবং এ থেকে রাশিয়ার শিক্ষা গ্রহণের প্রয়োজন আছে। এই পত্রিকাকে দেওয়ার একটি সাক্ষাতকারে তিনি বলেছেন, স্বদেশের বাস্তবতা অনুযায়ী চীন চীনের বৈশিষ্টসম্পন্ন সমাজতন্ত্র গড়ে তুলছে । জাতীয় অর্থনীতি অভুতপূর্ব গতিতে বিকশিত হয়েছে। তিনি মনে করেন, রাশিয়ার উচিত সৃজনশীলভাবে চীনের সংস্কারের সাফল্যজনক অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করা । তিনি আশা করেন, চীন আর রাশিয়ার মধ্যে পারমাণবিক, বে-সামরিক বিমান পরিবহণ আর যন্ত্রপাতির তৈরী ইত্যাদি ক্ষেত্রের আর্থ-বাণিজিক সহযোগিতা সম্প্রসারিত হওয়া উচিত।
|
|