 ১১ আগষ্ট বিকেলে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও সফররত কম্পুচিয়ার রাজা নরোদম সিহামনির সঙ্গে সাক্ষাত করেছেন । দু পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক ও অভিন্ন স্বার্থ জড়িত আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যাগুলো নিয়ে মতবিনিময় করেছেন ।
প্রেসিডেন্ট হু চিন থাও বলেছেন , রাজা সিহামনির বর্তমান সফর চীন ও কাম্পুচিয়ার মধ্যে সৌহার্দ্যময় সম্পর্ক প্রসার ব্রতের এক সুদূরপ্রয়াসী তাত্পর্যসম্পন্ন ঘটনা । তিনি বিশ্বাস করেন , রাজা সিহামনির চীন সফর দ্বিপাক্ষিক সমপর্ক উন্নয়নের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। ।
সাক্ষাতের আগে প্রেসিডেন্ট হু চিন থাও রাজা সিহামনির জন্য একটি মনোজ্ঞ সম্বর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছেন ।
|