রেনমিনবি'র বিনিময হারের উঠা-নামা ডলার , ইউরো , ইয়েন ও ওয়েনের সাথে সম্পর্কিত হবে
cri
১০ আগষ্ট চীনের কেন্দ্রীয় ব্যাংক -- চীনের গণ ব্যাংকের মহাপরিচালক চৌ সিয়াও ছুয়ান সাংহাইয়ে বলেছেন , চীনা মুদ্রা রেন মিন পির বিনিময় হার স্থির করার সময় মার্কিন ডলার ছাড়াও ইউরো , জাপানী ইয়েন আর দক্ষিণ কোরিয়া ওয়নের বিনিময় হার বিবেচনা করা হবে । ২১ জুলাই থেকে চীনে বাজারের চাহিদা অনুসারে একাধিক বিদেশী মুদ্রার বিনিময় হার বিবেচনা করে চীনা মুদ্রা রেন মিন পির পরিবর্তনশীল বিনিময় হার ব্যবস্থা চালু হয়েছে ।
চৌ সিয়াও ছুয়ান বলেছেন , চীন চীনের সঙ্গে আর্থিক সম্পর্ক যুক্ত দেশগুলোর মুদ্রাগুলো বেছে নিয়েছে । বর্তমানে যুক্তরাষ্ট্র , ইউরোপ , জাপান ও দক্ষিণ কোরিয়া চীনের সবচেয়ে প্রধান বানিজ্য অংশীদার দেশ বা অঞ্চল। তাই চীন এই সব দেশের মুদ্রা বেছে নিয়েছে ।
|
|