১১ আগষ্ট চীনের গণ নিরাপত্তা মন্ত্রণালয় সূত্রে প্রকাশ , এ বছরের প্রথমার্ধে চীনের সামাজিক নিরাপত্তা পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল । গুরুতর ফৌজদারী ঘটনার সংখ্যা আগের চেয়ে কমেছে ।
জানা গেছে , এই বছরের প্রথমার্ধে চীনের গণ নিরাপত্তা সংস্থাগুলো মোট বিশ লক্ষাধিক ফৌজদারী মামলা বিচার করেছে । বেশ কিছু গুরুতর ফৌজদারী মামলা উদ্ঘাটন ও নিষ্পত্তি করা হয়েছে। ছয়মাসের মধ্যে চীনে মোট দুই লক্ষ ৩০ হাজারটি গাড়ী দুর্ঘটনা ঘটেছে , এই সংখ্যা গত বছরের প্রথমার্ধের চেয়ে দশ শতাংশ কমেছে । হতাহত লোকের সংখ্যা ও অর্থনৈতিক ক্ষতি গত বছরের চেয়ে কমেছে ।
গণ নিরাপত্তা মন্ত্রণালয়ের মুখপাত্র উ হো পিন বলেছেন , চীনের গণ নিরাপত্তা সংস্থাগুলো ফৌজদারী অপরাধের নতুন প্রবনতার উপর নিবিড় দৃষ্টি রাখছে এবং তার উপর মোক্ষম আঘাত হানবে ।
|