v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-11 15:02:06    
১১ আগস্ট

cri
**১১ আগষ্ট ১৯৪৫ চীনের সৈন্যবাহিনীর প্রথমবার " মুক্তি ফৌজ" নাম ব্যবহার

১৯৪৫ সালের ১১ আগষ্ট সেনাপতি জু ডেএর জারী-করা চার নম্বর পাল্টা আক্রমণের নিদেশে প্রথম বার "মুক্তি ফৌজের" নাম উল্লেখ করা হয়। চীনের গণ মুক্তি ফৌজের পূর্ব নাম ছিল চীনের কৃষক-শ্রমিক লাল ফৌজ। জাপান -বিরোধী যুদ্ধ বাঁধানোর পর গুওমিনডং পাটির সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুসারে চীনের কমিউনিষ্ট পার্টি লাল ফৌজের প্রধান বাহিনীকে জাতীয় বিপ্লবী সেনাবাহিনীর অষ্টম আর্মিতে রুপান্তরিত হয়। জু ডে অষ্টম আর্মির সেনা-নায়ক নিযুক্ত হন।

**১১ আগষ্ট ১৯৪৫ জাপানের সেনাবাহিনীর উপর অষ্টম আর্মির সার্বিক পাল্টা-আক্রমণ

১৯৪৫ সালের ১১ আগষ্ট সেনাপতি জু ডে-এর নির্দেশে অষ্টম আর্মির বিভিন্ন সেনাবাহিনী জাপানী আক্রমণকারীদের উপর সার্বিকভাবে বিরাটাকারের পাল্টা-আক্রমণ চালায়।তা ছাড়া, চীনের উত্তর-পূর্ব অঞ্চলে অষ্টম আর্মির ব্যাপক প্রধান বাহিনী সৌভিয়েত ইউনিয়ানের লাল ফৌজের সঙ্গে একত্রে জাপানী আক্রমণকারীদের বিরুদ্ধে লড়াই করে।

**১১ আগষ্ট ১৯৬৫ লস-এন্জেলেসে বর্ণ-যুদ্ধ

ষাটের দশকের মাঝারি সময়পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের আন্দোলন অহিংস গণ আন্দোলন থেকে শহরাঞ্চলের উশৃঙ্খল জোয়ারে পরিণত হয়।১৯৬৫ সালে লস-এন্জেলেস শহরে দেশ-কাঁপানো বর্ণ-যুদ্ধ ঘটে। সে বছরের ১১ আগষ্ট অতি দ্রুত বেগে গাড়ি চালানোর অভিযোগে লস-এন্জেলেসের পুলিশ একজন কৃষ্ণাঙ্গ যুবককে গ্রেফতার করে। ঘটনা ঘটার পর এ শহরের কৃষ্ণাঙ্গ আর পুলিশের মধ্যে সংঘর্ষ ঘটে ।কৃষ্ণাঙ্গরা শ্বতাঙ্গদের দোকানপাট লুটপাট করে এবং হাংগামায় অনেক বাড়িঘর ভস্মীভূত হয়। ১৬ আগষ্ট হাংগামা দমন করা হয়। সেই হাংগামায় ৩৪ জন নিহত এবং ১০ হাজার ৩২ আহত হয়। সম্পদের ক্ষয়ক্ষতি ৪ কোটি মার্কিন ডলার।

**১১ আগষ্ট ১৯৬০ চাদ স্বাধীন হয়

১৯৬০ সালের ১১ আগষ্ট চাদের স্বাধীনতা ঘোষণা করা হয়।স্বাধীন হওয়ার পর এর নাম হয় চাদ। চাদ হলো মধ্য-আফ্রিকার উত্তরাংশের একটি অভ্যন্তরীণ দেশ। উনিশ শতাব্দীর আশির দশকে চাদ ফ্রান্সের উপনিবেশে পরিণত হয়। ১৯৫৮ সালে চাদ ফ্রান্স গোষ্ঠির স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রে পরিণত হয়। ১৯৬০ সালে চাদ স্বাধীন হয়. ১৯৬৫ সালে চাদে গৃহযুদ্ধের বিপর্যয়ে নিমজ্জিত হয়। এখন পর্যন্ত চাদ অনেক রাজনৈতিক দল বিরাজ করছে। ভূভাগ বিচ্ছিন্ন। বিভিন্ন দলের মধ্যে লড়াই কখনও বিরত হয়নি। স্বাধীন হওয়ার পর চাদের অভ্যন্তরীণ পরিস্থিতি সর্বদাই অস্থিতিশীল।