১০ তারিখে নয় পরিবারের ১৭ জন তাইওয়ানবাসী তাঁদের জন্মভূমি উত্তরপূর্ব চীনের চিলিন প্রদেশে ভ্রমন শুরু করেছেন।
এবারকার " আমার জন্মভূমি উত্তর-পূর্ব চীনের সুংহুয়া নদীতে " নামক তাইওয়ানবাসীদের আপন উত্স সন্ধানের ভ্রমন হচ্ছে চিলিন প্রদেশের " নতুন সংস্কৃতি পত্রিকার" প্রস্তাবে এবং চিলিন প্রদেশের তাইওয়ান বিষয়ক অফিসের সক্রিয় প্রচেষ্ট্যায় বন্দোবস্ত করা হয়েছে।
আপন উত্স অনুসন্ধানকারী তাইওয়ানবাসীদের বয়স ৭ বছর থেকে ৮৫ বছর । কোনো কোনো বৃদ্ধ লোকের জন্ম উত্তরপূর্ব চীনের চিলিন প্রদেশে । ছোটবেলায় বাড়ি ত্যাগ করে এই প্রথমবার উত্তর-পূর্ব চীনে ফিরে এসেছেন। অন্যান্যদের জন্ম তাওইয়ানে এই প্রথমবার উত্তর-পূর্ব চীনে ফিরে এসেছেন। তাদের অধিকংশের পূর্বপুরুষের জন্ম চিলিনে অথবা এখানে তাদের দীর্ঘকাল লেখাপড়া বা বসবাসের ইতিহাস ছিল, কোনো কোনো লোকের আপনজনও এখানে আছে।
|