২০০৪ সালের প্রথম দিকে চালু করা ভারত-পাকিস্তান সার্বিক বৈঠক প্রক্রিয়ায় লক্ষ্যণীয় অগ্রগতি অর্জিত হয়েছে। ১০ আগস্ট নয়াদিল্লিতে সমাপ্ত দু'দেশের দ্বিতীয় দফা আর্থ-বাণিজ্যিক সহযোগিতা বৈঠকে বাস্তব ফলাফল অর্জিত হয়েছে।
এবারকার বৈঠকে ভারতের আমরিত্সার আর পাকিস্তানের লাহোর শহরের মধ্যে হাই-স্পীড অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, দু'দেশের ব্যাংকের একে অপরের ভূভাগে শাখা স্থাপন ত্বরান্বিত করা, নানা পদ্ধতিতে পারস্পরিক স্বার্থ জড়িত অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার করা ইত্যাদি বিষয়ে দু'পক্ষ একমত হয়েছে। তাছাড়া সামনের সেপ্টেম্বরে বিমান পরিবহন সমস্যায়ও বৈঠক করবে।
পাকিস্তানের দ্য নিউজ পত্রিকার ১০ আগস্টের খবরে প্রকাশ, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কার্শিদ কাসুরি ঘোষণা করেছেন যে, পাকিস্তান সরকার ভারত সরকারের সঙ্গে বৈঠক করার জন্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির এলাকার প্রতিনিধিদেরকে নয়াদিল্লিতে যেতে দেবে। কাসুরি আরও বলেছেন, স্থানীয় প্রতিনিধিদের অংশগ্রহণ ছাড়া পাক-ভারত কাশ্মির সমস্যা সমাধান সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেছেন, কাশ্মির সমস্যা সমাধান এ অঞ্চলের দীর্ঘস্থায়ী শান্তি বাস্তবায়নের অনুকূল।
|