 ১০ আগস্ট ইরান ইস্ফাহানের ইউরেনিয়াম রূপান্তর ব্যবস্থাপনার সীল পুরোপুরী খুলে দিয়েছে বলে আন্তর্জাতিক সমাজ আলাদা আলাদাভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
মার্কিন পররাষ্ট্র দফতরের উপ-মুখপাত্র এরেলি বলেছেন, যুক্তরাষ্ট্র মনে করে যে, ইরানের উচিত ইউরেনিয়াম রূপান্তর তত্পরতা বন্ধ করা এবং এ সমস্যার সমাধানে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে সাহায্য করা।
ইরান সরকার তার গৃহিত সিদ্ধান্ত বাতিল করবে বলে জার্মান সরকারের মুখপাত্র আশা প্রকাশ করেছেন।
ই-ইউ'র প্রতিনিধিকারী জার্মানি, ফ্রান্স ও বৃটেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাছে একটি প্রস্তাব খসড়া দাখিল করেছে এবং ইরানের উদ্দেশ্যে অবিলম্বে পারমাণবিক তত্পরতা পুরোপুরী বন্ধ করার আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের মহাসচিব কোফি আন্নান নিউইর্য়কে জাতিসংঘের সদর দফতরে ইরানের সংশ্লিষ্ট পক্ষের উদ্দেশ্যে উত্তেজনা বাড়ানোর যাবতীয় তত্পরতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘস্থ চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং কুয়াং ইয়া বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের পারমাণবিক সমস্যা সমাধানের স্থান নয়। সংশ্লিষ্ট পক্ষের উচিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাঠামোতে এ সমস্যা সমাধান করা।
|