ইস্রাইলের প্রেসিডেণ্ট মোশ কাটসাভ ১০ আগস্ট টেলিভিশনে বক্তৃতা দেওয়ার সময়ে বলেছেন, তিনি গাজা ও জর্দাননদীর পশ্চিম তীরের উত্তর এলাকায় ইহুদি বসবাসকারীদের উদ্দেশ্যে সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে যথাসময় সে এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
ইস্রাইলের উপ-প্রধানমন্ত্রী এহুদ আলমর্ট একই দিন একটি ভাষণে বলেছেন, গাজা থেকে নাগরিক প্রত্যাহারের লক্ষ্য জর্দান নদীর পশ্চিম তীরের এলাকাগুলো আরও ভালোভাবে নিয়ন্ত্রণেআনা নয়। তিনি জোর দিয়ে বলেছেন, প্রত্যাহারের পর মধ্য-প্রাচ্য " শান্তি রোড ম্যাপের" কাঠামোতে ইস্রাইল ফিলিস্তিনের সঙ্গে বৈঠক করতে ইচ্ছুক এবং নিজ দেশ প্রতিষ্ঠার অধিকার ফিলিস্তিনের আছে।
অন্য খবরে প্রকাশ, লেবাননের প্রেসিডেণ্ট লাহৌদ ১০ আগস্ট সফররত ফিলিস্তিনের স্বরাষ্ট্রমন্ত্রী আব্বাস জাকির সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, মাতৃভূমিতে ফিরে আসা এবং একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠার অধিকার ফিলিস্তিনীদের আছে।
|