জাপানের প্রধানমন্ত্রী কোইজুমি জুনিচিরো ১০ আগস্ট রাতে সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী আজিজের সঙ্গে বৈঠক করেছেন। দু'পক্ষ সন্ত্রাস দমনে সহযোগিতা এবং অর্থনৈতিক সাহায্য ইত্যাদি বিষয়ে মত বিনিময় করেছে।
আল-কায়েদা সংস্থা দমন-সহ অনেক ক্ষেত্রে পাকিস্তানের সন্ত্রাস দমনের তত্পরতায় কোইজুমি জুনিচিরো প্রশংসা করেছেন। তিনি একই সঙ্গে বলেছেন, পাকিস্তানের কাছে জাপান ব্যাপক আর্থ-সাহায্য দিতে প্রস্তুত।
আজিজ মনে করেন যে, সন্ত্রাসবাদ সারা বিশ্বের প্রতি একটি গুরুতর হুমকি। সন্ত্রাস দমনে দৃঢ় অবিচল থাকতে এবং অব্যাহতভাবে চালিয়ে যেতে হবে।
উল্লেখ্য আজিজ ৮ আগস্ট টোকিওতে পৌঁছে জাপান সফর শুরু করলেন। ১১ আগস্ট জাপান সফর শেষে তিনি চীনের বিশেষ প্রশাসনিক এলাকা হংকং সফর করবেন।
|