|
|
(GMT+08:00)
2005-08-10 21:00:18
|
চীনে সন্ত্রাস-দমনআইন প্রণীত হচ্ছে
cri
১০ আগষ্ট পেইচিংএ চীনের একজন প্রভাবশালী আইন বিশেষজ্ঞ বলেছেন, চীন দৃঢ়ভাবে সন্ত্রাসী অপরাধের বিরোধীতা করে এবং বিশ্ব সমাজের সঙ্গে একত্রে সন্ত্রাস দমনের প্রথম সারিতে দাঁড়াবে। বর্তমানে চীনে সন্ত্রাস-দমন আইন প্রণয়নের কাজ পুরোদমে চলছে। চীনের আইন সমিতির ফৌজদারী আইন গবেষণালয়ের মহা পরিচালক চাও বিন জি একটি সাক্ষাতকারে বলেছেন, চীন এক দিকে সময়োচিত সন্ত্রাস-দমণ সংক্রান্ত অধিকাংশ আন্তর্জাতিক চুক্তিতে যোগ দিয়েছে , অন্য দিকে "১১ সেপ্টেম্বর " ঘটনার পর সময়োচিতভাবে ফৌজদারী আইনের সংশোধন প্রস্তাব অনুমোদন করেছে এবং ফৌজদারী আইনের অভিধানের সন্ত্রাসী অপরাধ সংশ্লিষ্টঅংশ বিশেষভাবে সংশোধন করেছে। বর্তমানে একটি বিশেষ সন্ত্রাস-দমন আইন প্রণয়ন করা হচ্ছে।তিনি বলেছেন, আন্তর্জাতিক সন্ত্রাসী তত্পরতা দমনের ক্ষেত্রে যে ধরনের অপরাধের মানদন্ড, দমনের পদক্ষেপ, আন্তর্জাতিক সহযোগিতা প্রভৃতি বিষয় অন্তর্ভূক্তসে সব বিষয়ে তা বিশ্ব সমাজের মিলিত গবেষনার প্রয়োজন।
|
|
|