|
|
 |
| (GMT+08:00)
2005-08-10 21:00:18
|
|
চীনে সন্ত্রাস-দমনআইন প্রণীত হচ্ছে
cri
|
১০ আগষ্ট পেইচিংএ চীনের একজন প্রভাবশালী আইন বিশেষজ্ঞ বলেছেন, চীন দৃঢ়ভাবে সন্ত্রাসী অপরাধের বিরোধীতা করে এবং বিশ্ব সমাজের সঙ্গে একত্রে সন্ত্রাস দমনের প্রথম সারিতে দাঁড়াবে। বর্তমানে চীনে সন্ত্রাস-দমন আইন প্রণয়নের কাজ পুরোদমে চলছে। চীনের আইন সমিতির ফৌজদারী আইন গবেষণালয়ের মহা পরিচালক চাও বিন জি একটি সাক্ষাতকারে বলেছেন, চীন এক দিকে সময়োচিত সন্ত্রাস-দমণ সংক্রান্ত অধিকাংশ আন্তর্জাতিক চুক্তিতে যোগ দিয়েছে , অন্য দিকে "১১ সেপ্টেম্বর " ঘটনার পর সময়োচিতভাবে ফৌজদারী আইনের সংশোধন প্রস্তাব অনুমোদন করেছে এবং ফৌজদারী আইনের অভিধানের সন্ত্রাসী অপরাধ সংশ্লিষ্টঅংশ বিশেষভাবে সংশোধন করেছে। বর্তমানে একটি বিশেষ সন্ত্রাস-দমন আইন প্রণয়ন করা হচ্ছে।তিনি বলেছেন, আন্তর্জাতিক সন্ত্রাসী তত্পরতা দমনের ক্ষেত্রে যে ধরনের অপরাধের মানদন্ড, দমনের পদক্ষেপ, আন্তর্জাতিক সহযোগিতা প্রভৃতি বিষয় অন্তর্ভূক্তসে সব বিষয়ে তা বিশ্ব সমাজের মিলিত গবেষনার প্রয়োজন।
|
|
|