|
|
(GMT+08:00)
2005-08-10 20:52:09
|
নানচিং হত্যাযজ্ঞ বিষয়ক প্রদর্শনী পেইচিংএ উদ্বোধন(ছবি)
cri
জাতীয় যাদুঘরে চীনে জাপানী আক্রমণকারীরা সাধিত নানচিং হত্যাযজ্ঞ সংক্রান্ত প্রদর্শনী ১০ আগষ্ট পেইচিংএ চীনের জাতীয় যাদুঘরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। জানা গেছে, এবারকার প্রদর্শনীতে সহস্রাধিক ঐতিহাসিক দলিলপত্র দেখানো হচ্ছে। এ সবের মধ্যে শতকরা ৮০ ভাগ প্রথমবার প্রকাশ্যে দেখানো হচ্ছে। ১৯৩৭ সালের ১৩ ডিসেম্বর জাপানী আক্রমণকারী চীনের তত্কালীণ রাজধানী নানচিং দখল করে। সঙ্গে সঙ্গে তারা শহরের নিরীহ নাগরিক আর অস্ত্রত্যাগী সৈন্যদের হত্যা করে। প্রায় ৩ লক্ষ চীনা নাগরিক হত্যাযজ্ঞের শিকার হন। সাম্প্রতিক বছরগুলোতে জাপানের দক্ষিণ পন্থীরা ইতিহাস বিকৃত করে নানচিং হত্যাযজ্ঞ অস্বীকার করেছে।
|
|
|