পিপল্স ডেইলী পত্রিকার১০ আগষ্টের একটি খবরে বলা হয়েছে , ১৯৯৭ সালে আমদানিকৃত পন্যের প্রথম ডাম্পিং বিরোধী মামলার তদন্ত শুরু হওয়ার পর থেকে চীন এই পর্যন্ত মোট ৩৯টি ডাম্পিং বিরোধী মামলা তদন্ত করেছে ।
চীনের বানিজ্য মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন , চীন ইতিমধ্যে এই ৩৯টি মামলার মধ্যে ২২টির রায় দিয়েছে এবং ডাম্পিং বিরোধী কর আদায় করেছে । এই সব মামলার রায় দেয়ার পর বেশীর ভাগ আমদানি পন্যের ডাম্পিং অবস্থার পরিবর্তন হয়েছে । এই সব পন্যের আমদানি পরিমান কমেছে , পন্যের দাম অনেক বেড়েছে । ফলে চীনের অভ্যন্তরীন শিল্প উত্পাদন বেড়েছে , বাজারের পরিবেশও আগের চেয়ে ভালো ।
জানা গেছে , একটি অসম্পূর্ণ পরিসংখ্যান থেকে জানা গেছে , রাসায়ন শিল্প, ইস্পাত , হাল্কা শিল্প , বস্ত্রবয়ন ও বৈদ্যুতিক শিল্পে জড়িত এই ৩৯টি ডাম্পিং বিরোধী মামলার ৩০টি ডাম্পিং বিরোধী মামলার পন্যের মূল্য মোট ৬ বিলিয়ন মার্কিন ডলার ।
|