গত দশ বছরে চীনের বিভিন্ন প্রদেশ ও শহর একং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ আর রাষ্ট্রায়ত শিল্পপ্রতিষ্ঠানগুলো তিব্বত স্বায়তশাসিত অঞ্চলের জন্য মোট ১৭০০টি প্রকল্প নির্মাণ করেছে , এতে বিনিয়োজিত অর্থের মোট পরিমাণ ৬.৪ বিলিয়ন ইউয়ান । এই সব প্রকল্প তিব্বতের আর্থ সামাজিক উন্নয়ন তরান্বিত করেছে ।
১৯৯৪ সালে চীনের কেন্দ্রীয় সরকারের উদ্যোগে তিব্বতের উন্নয়ন সংক্রান্ত একটি কর্ম-অধিবেশন অনুষ্ঠিত হয় । এই অধিবেশনে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ আর চীনের ১৫টি প্রদেশ ও শহরকে তিব্বতের উন্নয়নে সাহায্য করার দায়িত্ব দেয়া হয়েছে ।
গত ১০ বছরে কেন্দ্রীয় সরকার , বিভিন্ন প্রদেশ ও শহরের সাহায্যে তিব্বতের অর্থনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন ঘটেছে । কৃষি ও পশুপালনের ভিত্তি আরো মজবুত হয়েছে , প্রধানপ্রধান কৃষি ও পশুপালনজাত পন্যের সরবরাহ স্বনির্ভর হয়েছে । ২০০১ সাল থেকে তিব্বতের বার্ষিক প্রবৃদ্ধিরহার পর পর চার বছর ১২ শতাংশ ছাড়িয়েছে । তিব্বতের শান্তিপূর্ণ মুক্তির পর থেকে বর্তমানে তিব্বতের অর্থনৈতিক উন্নয়ন সবচেয়ে দ্রুত ।
|