v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-10 19:33:37    
সেনা-গায়ক ইয়ান ওইওয়েন

cri

    দূরদূরান্তের সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন শুনছেন বিশেষ অনুষ্ঠান সুরের ভূবন। পরিবেশন করছি আমি লিলি। আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।পয়লা আগষ্ট হচ্ছে চীনের গণ-মুক্তিফৌজের প্রতিষ্ঠা-দিবস। আজকের অনুষ্ঠানে আমি ইয়ান ওইওয়েন নামে একজন সেনা-গায়ককে আপনাদের পরিচিত করিয়ে দেবো। গত শতাব্দীর আশির দশকে ইয়ান ওইওয়েন" ছোট পোপলার" নামক একটি গান দিয়ে চীনের সঙ্গীত মঞ্চে প্রথম পরিচিতি লাভ করেন। বিশ বছর ধরে তিনি গান গাওয়ার সুনিপুণ শিল্পকলা এবং উদার ও অন্তরংগ অবয়বের মাধ্যমে অসংখ্য শ্রোতাদের মন জয় করেছেন। আজকের অনুষ্ঠানে আপনারা আমার সঙ্গে ইয়ান ওইওয়েনের গাওয়া চারটি গান উপভোগ করবেন। এখন আপনারা তাঁর গাওয়া " ছোট পোপলার" নামে একটি গান শুনতে পাচ্ছেন। বলা যায়, এই গানের মাধ্যমে ইয়ান ওইওয়েন বিখ্যাত হয়েছেন। গানে ইয়ান ওইওয়েন তাঁর আন্তরিক ও স্বাভাবিক কন্ঠস্বর দিয়ে সেনা-বাহিনীর জীবনের প্রতি সৈন্যদের ভালোবাসার ভাব প্রকাশ করেছেন। গানে বলা হয়েছে:

    একটি ছোট পোপলার গাছ চৌকির কাছে বড় হয়ে উঠছে,

    তার শিকড় খুব গভীর, পাতা বেশ মজবুত, পোপলার বড় হয়ে উঠছে,

    আমিও বড় হয়ে উঠছি , সে আর আমি একসাথে সীমান্ত রক্ষা করি।

    আচ্ছা, চলুন , গানটি শোনা যাক।

    ইয়ান ওইওয়েন মধ্য চীনের শানসি প্রদেশে জন্মগ্রহণ করেন। মাত্র ১৩ বছর বয়সে তিনি শানসি প্রদেশের নাচগান দলে প্রবেশ করেন। পরে তিনি গান পরিবেশনের সুবিদিত নৈপুন্য দিয়ে চীনা গণ মুক্তি ফৌজের সাধারণ রাজনৈতিক বিভাগের নাচগান দলে যোগদানের সুযোগ পান এবং একজন গায়ক হন।পরে তিনি চীনের বিখ্যাত সঙ্গীত শিক্ষাবিদ চিন থিয়েলি এবং বিখ্যাত উচ্চকন্ঠের গায়ক ছেং চির ছাত্র হন। তিনি কঠোরভাবে পরিশ্রম করে এবং অন্য গায়কদের উত্কৃষ্টতা আহরণ করে সাফল্যজনকভাবে চীনের লোক গীতির শৈলীতে পাশ্চাত্যের গান গাওয়ার কৌশল মিলিয়ে নিজের বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন রীতিনীতি গড়ে তুলেছেন। এখন আমরা একসাথে তাঁর গাওয়া অন্য একটি গান শুনবো। গানের নাম হচ্ছে "পান প্রস্তাব করছি, আমার বন্ধু"। আচ্ছা, বন্ধুরা, এখন গানটি শুনুন।

    একজন সেনা-গায়ক হিসেবে ইয়ান ওইওয়েন কোনোদিন ভুলে যান নি যে, তিনি একজন সৈনিক। তিনি গভীরভাবে সেনাবাহিনী ও সৈন্যদেরকে ভালোবাসেন। সৈনিকরাও অন্তরঙ্গভাবে তাকে "সেনাগায়ক" বলে গণ্য করেন। বাহিনীতে যোগ দেয়ার পর বিশ বছরে ইয়ান ওইওয়েন "ছোট পোপলার"সহ অনেক গান গেয়েছেন। এ সব গানে সেনাশিবিরের জীবন বর্ণনা করা হয়েছে। তিনি বহুবার সারা দেশ ও সারা বাহিনীর সঙ্গীত প্রতিযোগিতায় পুরষ্কার পেয়েছেন এবং ব্যাপক সৈনিকদের সমাদর পেয়েছেন। সৈনিকদের প্রতি তাঁর ভালোবাসা প্রকাশের জন্যে ইয়াং ওয়েইওয়েন বিশেষভাবে "সহযোদ্ধাদের কাছে ইয়ান ওইওয়েনের নিবেদিত গান" নামে একটি CD সংকলন প্রকাশ করেছেন এবং নিজেই সৈনিকদের হাতে পৌছে দিয়েছেন এবং তাদের আন্তরিক সম্বর্ধনা পেয়েছেন। এখন আমরা একসঙ্গে এই CD সংকলনের একটি গান শুনবো। গানটিতে সোজা ও সরল ভাষায় চীনা সৈনিকদের মোনোভাব ও ভাব-মানস প্রকাশ পেয়েছে। গানে বলা হয়েছে:

    সাধারণ দিনে আপনি আমাকে চেনেন না,

    আমার কাপড়ের রং হচ্ছে খুব সাধারণ সবুজ,

    আপনি আমাকে না জানলেও আমি নিঃসঙ্গ নই।

    একদিন ঝড়বৃষ্টি আসলে আমাদের সৈনিকদের স্বভাব স্পষ্ট হয়ে উঠবে।

    আচ্ছা, চলুন, গানটি শুনি।

    ইয়ান ওয়েইওয়েনের জন্মস্থান শানসি " লোক সঙ্গীতের জন্মস্থান"নামে সুপরিচিত। ছোট বেলা থেকেই লোক সঙ্গীত তাঁকে আকৃষ্ট করে। ২০০৫ সালে তিনি " পশ্চিমাঞ্চলের প্রেমের গান" নামক একটি নতুন লোক সঙ্গীত সংকলন প্রকাশ করেছেন। এই সংকলনে তিনি চীনের জাতীয় লোক সঙ্গীতে আধুনিক সঙ্গীতের উপাদান মেশানোর প্রচেষ্টা করেন। এখন আমরা একসাথে সিন চিয়াংয়ের রীতিনীতির একটি গান শুনবো। গানের নাম হলো " আভারিকুলি" । আভারিকুলি হচ্ছে সিন চিয়াংয়ের একজন মেয়ের নাম। গানটিতে তাঁর প্রতি একজন যুবকের গভীর ভালোবাসা ব্যক্ত করা হয়েছে। চলুন, একসাথে উপভোগ করি।

    প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানে শেষ হয়ে এল। আশা করি, আপনারা আজকের অনুষ্ঠানের গানগুলো পছন্দ করবেন। আগামী সপ্তাহের একই সময় আমরা আবার কথা হবে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।