সিয়ান তোংমেই ১৯৭৫ সালের ১৫ সেপ্টেম্বর চীনের কুয়াংতোং প্রদেশের সিহুই শহরে জন্ম গ্রহণ করেন। তিনি সংগীত শোনা, বই পড়া, টেলিভিশন দেখা পছন্দ করেন। তাঁর ক্ষেত্র হচ্ছে ৫২ কেজি শ্রণীর জুদো। তাঁর উত্কৃষ্ট সাফল্য ২০০৪ সালে ফ্রান্স উন্মুক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শীপ অর্জন।
তিনি ১৯৮৮ সালে কুয়াংতোং প্রদেশের সিহুই শহরের অপেশাদার ক্রীড়া স্কুলে যোগদান করেন। ১৯৮৯ সালে কুয়াংতোং প্রাদেশিক ক্রীড়া স্কুলে কুস্তি অনুশীলন করেন। ১৯৯০ সালে কুয়াংতোং প্রদেশিক ক্রীড়া স্কুলে জুদো অনুশীলন করেন। ১৯৯৩ সালে জাতীয় প্রশিক্ষণ দলে প্রবেশ করেন।
তাঁর প্রধান প্রধান সাফল্য: ১৯৮৯ সালে জাতীয় নারী কুস্তি চ্যাম্পিয়নশীপে রানার্স-আপ। ১৯৯২ সালে জাতীয় যুব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন। ১৯৯৫ সালে এশীয় চ্যাম্পিয়নশীপে রানার্স-আপ। ১৯৯৭ সালে অষ্টম জাতীয় গেমসে চ্যাম্পিয়ন। ২০০১ সালে ২১তম বিশ্ব কলেজ ছাত্রছাত্রীদের গেমসে চ্যাম্পিয়ন। ২০০১ সালে নবম জাতীয় গেমসে চ্যাম্পিয়ন। ২০০২ সালে ১৪তম এশীয় গেমসে রানার্স-আপ। ২০০৪ সালে ফ্রান্স উন্মুক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন। ২০০৪ সালে এশীয় চ্যাম্পিয়নশীপে রানার্স-আপ হন। ২০০৪ সালে জার্মানী বিশ্ব কাপের একক দফার চ্যাম্পিয়ন।
|