v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-10 18:56:13    
দু লি

cri
    দুলি ১৯৮২ সালের ৫ মার্চ চীনের সানতোং প্রদেশে জন্ম গ্রহণ করেন। শুটিং তিনি সংগীত পছন্দ করেন, তাঁর সর্বোচ্চ সাফল্য হচ্ছে ২০০২ সালে বিশ্ব চ্যাম্পয়নশীপে বিশ্ব রেকর্ড ভেংগে শিরোপা অর্জন।

    ১৯৯৬ সালে তিনি সানতোং প্রদেশের চিবো শহরের ক্রীড়া স্কুলে অনুশীলন করতেন। তাঁর কোচ চাং ইউমে; ১৯৯৮ সালে সানতোং প্রাদেশিক শুটিং দলে যোগ দেন। তখন তার কোচ ওয়াং দেওয়েন; ২০০২ সালে জাতীয় প্রশিক্ষণ দলে যোগদান করেন। তখন তার কোচ হলেন ওয়াং ইউয়েফাং।

    তাঁর প্রধান প্রধান সাফল্য: ২০০২ সালে বিশ্ব চ্যাম্পয়নশীপের নারী এয়ার রাইফলের একক রানার্স-আপ।২০০২ সালে বিশ্ব চ্যাম্পয়নশীপের নারী এয়ার রাইফলের দল্যাত চ্যাম্পয়ন। ২০০২ সালে ফুসান এশীয় গেমসে নারী তিন-গুণিতক-বিশ দফার একক ও দলগত চ্যাম্পয়ন। ২০০২ সালে ফুসান এশীয় গেমসে নারী এয়ার রাইফেলে দলগত চ্যাম্পয়ন। ২০০২ সালে জাতীয় চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় নারী এয়ার রাইফেলে একক দফায় চ্যাম্পিয়ন। ২০০৩ সালে ক্রোডিয়া বিশ্ব কাপ নারী এয়ার রাইফেলের একক দফায় চ্যাম্পয়ন। ২০০৩ সালে বিশ্ব কাপ ফাইনালে নারী এয়ার রাইফেলের একক দফার চ্যাম্পয়ন। ২০০৪ সালে থাইল্যান্ডে বিশ্ব কাপ নারী এয়ার রাইফেলের একক দফার চ্যাম্পিয়ন।

    তাঁর প্রধান রেকর্ড: ২০০২ সালে ফিনল্যান্ডে তিনি আরো তাঁর দলের স্বদেশীর সাথে বিশ্ব চ্যাম্পয়নশীপে নারী এয়ার রাইফেল দফার ১১৯২ রিং সংগ্রহ করে দলগত বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন। ২০০২ সালে ফুসান এশীয় গেমসে তিনি আর তাঁর স্বদেশীসহ-শুটারের সঙ্গে নারী এয়ার রাইফেল দফার ১১৯৪ রিং নিয়ে দলগত বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন। ২০০৩ সালে ক্রোয়েশিয়ার বিশ্ব কাপ নারী এয়ার রাইফেল দফার ৫০৪.৯ রিং দিয়ে একক দফার বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন।