৯ আগস্ট জাতি সংঘের মহাসচিব কোফি আন্নান একটি বিবৃতিতে বলেছেন, চীন সরকার কোরীয় উপদ্বীপের পারমানবিক সমস্যা সংক্রান্ত চতুর্থ ছপক্ষীয় বৈঠকের অগ্রগতির জন্যে যে অব্যাহতভাবে প্রয়াস চালিয়েছে, তার জন্যে তিনি প্রশংসা করেন।
তিনি বলেন, ছ'পক্ষীয় বৈঠকের বিভিন্ন পক্ষের পারস্পরিক সম্মানের ভিত্তিতে বৈঠকে অংশ গ্রহণ সমঝোতা ও মতৈক্য বাড়ানোর অনুকূল। বিবৃতিতে বিভিন্ন সংশ্লিষ্ট পক্ষ তিন সপ্তাহ বিরতির সময়ে সমস্যা সমাধানের উপায় খুঁজে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে।
|