v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-10 14:19:37    
১০ আগস্ট

cri
**১০ আগষ্ট ১৯৪৬ মার্শাল আর জন লেইটন স্টুয়ার্ট চীনের কমিউনিষ্ট পাটির প্রতিনিধিদের চিয়াং কাই সেকের পাঁচ দফা গ্রহণের জন্যে চাপ দেন

    ১৯৪৬ সালের ১০ আগষ্ট সকালে যুক্তরাষ্ট্রেরজেনারেল মার্শাল আর চীনস্থমার্কিন রাষ্ট্রদূত জন লেইটন ষ্টুয়ার্ট চীনের কমিউনিষ্ট পাটির প্রতিনিধিদের উপর চিয়াং কাই শেকের উপস্থাপিত পাঁচ দফা শর্ত চাপিয়ে দেবার চেষ্টা করেন, কিন্তু চৌ এন লাই তা অস্বীকার করেন। একই দিন বিকালে মার্শাল আর জন লেইটন স্টুয়ার্টের প্রকাশিত একটি যুক্তবিবৃতিতে এই মধ্যস্থতার ব্যর্থতা স্বীকার করা হয়।

**১০ আগষ্ট ১৯৩৬ জাপান-বিরোধী যুদ্ধ চালানোর জন্যে লাল ফৌজের নামের পরিবর্তন

    ১৯৩৬ সালের ১০ আগষ্ট চীনের কমিউনিষ্ট পাটির কেন্দ্রীয় কমিটির পুলিট ব্যুরোর একটি বর্ধিত অধিবেশনে কমিউনিষ্ট পাটি আর গুওমিনডাং পাটির মধ্যে সম্পর্ক , যুক্ত ফ্রন্ট ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। অধিবেশনে চেয়ারম্যান মাওয়ের প্রস্তাব অনুসারে যুক্ত ফ্রান্ট সংক্রান্ত কাজকর্মকে লাল ফৌজের তিনটি রণনৈতিক কর্তব্যের প্রধান বলে স্থির করা হয়। অধিবেশনে নির্ধারন করা হয়, জাপান-বিরোধী যুদ্ধ অব্যাহতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কমিউনিষ্ট পাটি আর গুওমিনডাং -এর মধ্যে সহযোগিতা বজায় রাখতে হবে। অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয় জাপানের বিরুদ্ধে লড়াই করার জন্য চিয়াং কাই শেক যেন কমিউনিষ্ট পাটির সঙ্গে সহযোগিতা করতে পারেন সেই জন্য মুক্ত অঞ্চল আর লাল ফৌজের উপর নেতৃত্ব দেওয়ার পূর্বশর্তেকমিউনিষ্ট পাটি লাল ফৌজের নাম পরিবর্তন করতে রাজি হয়।

**১০ আগষ্ট ১৯৯১ প্রথম প্রবাসী চীনা ব্যবসায়ী সম্মেলন সিঙ্গাপুরে অনুষ্ঠিত

    প্রথম বিশ্ব প্রবাসী চীনা ব্যবসায়ী সম্মেলন ১৯৯১ সালের ১০ আগষ্ট সিঙ্গাপুরে মহাসমারোহে অনুষ্ঠিত হয়। বিশ্বের ৩০টি দেশ আর অঞ্চলের সত্তরাধিক শহরের ৮০০ জনেরও বেশী খ্যাত-নামা প্রবাসী চীনা ব্যবসায়ী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সম্মেলনে সিঙ্গাপুরের চীনা চ্যাম্বারের মহা পরিচালক এবং সিঙ্গাপুরের প্রাক্তন প্রধান মন্ত্রী লি গুয়াং ইউ পর পর গুরুত্বপূর্ণ ভাষণ দেন। তা ছাড়া, চীনের আন্তর্জাতিক ট্রাস্ট পুঁজি-বিনিয়োগ কোম্পানির চেয়ারম্যান রন ই রেন সম্মেলনে বক্তৃতা দেন।

**১০ আগষ্ট ১৯৪৫ ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্রের জনক রোবট -এর মৃত্যু

    ১৯৪৫ সালের ১০ আগষ্ট ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্রের জনক বোরট নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। প্রথম বিশ্ব যুদ্ধ চলাকালে তাঁর প্রচেষ্টায় রকেট অস্ত্র আর মহাকাশ অনুসন্ধানের হাতিয়ারে পরিণত হয়। জামার্নীরবিজ্ঞানীরা তাঁর আবিষ্কার গ্রহণ করেন। তাঁদের তৈরী ভি-২ ক্ষেপণাস্ত্র পরর্বর্তীকালের ইউরোপ যুদ্ধে ব্যবহার করা হয়।

**১০ আগষ্ট ১৯৯২ বাসের্লোনা ওলিম্পিক গেমসে চীনা ক্রীড়াবিদদের বিরাট অগ্রগতি

    ১৯৯২ সালের ১০ আগষ্ট স্পেনের বাসের্লৌনায় ২৫তম ওলিম্পিক গেমস সাফল্যজনকভাবে সমাপ্ত হয়। চীনের ক্রীড়াবিদরা ১৬টি স্বর্ণপদক অর্জন করেন। পদকের দিক থেকে চীনের স্থান চর্তুথ।চীনের নারী সাঁতারু জিওয়াং ইয়াং ১০০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে স্বর্ণপদক অর্জন করেন। তাঁর অর্জিত স্বর্ণপদক ছিল ওলিম্পিক গেমসের সাঁতার ইভেন্টে চীন দলের প্রথম স্বর্ণপদক। নারী ডাইভার ফু মিন শিয়া যখন স্বর্ণপদক অর্জন করেন তখন তার বয়স মাত্র ১৪ বছর। সুতরাং স্বর্ণপদক বিজয়ীদের মধ্যে তার বয়স সবচেয়ে কম।