শীঘ্রই রাশিয়া পক্ষের সঙ্গে একত্রে বৈকাল হ্রদে জরীপ করার জন্য চীনের বিজ্ঞানীরা ৯ তারিখে চীনের থিয়ানচিন শহরে বিমান করে দক্ষিন রাশিয়ার ইরকুত্সক শহরে গিয়েছেন। জানা গেছে, এটা হচ্ছে বর্তমানে দুদেশের যৌথ উদ্যোগে বৃহত্তম বৈজ্ঞানিক জরীপ তত্পরতা।
চীন-রাশিয়া দুপক্ষ প্রাকৃতিক পরিবেশ, জলজ প্রাণী ও উদ্ভিদ হ্রদের পরিবেশ এবং আঞ্চলিক অর্থনীতি ইত্যাদি ক্ষেত্রে গবেষণার সহযোগিতা করবে।
বৈকাল হ্রদ হচ্ছে পৃথিবিতে সবচেয়ে গভীর হ্রদ, তার গভীরতা ১৬২০ মিটার। এবং সেও পৃথিবিতে পানির পরিমান সবচেয়ে বেশি এমন এক মিঠা পানির হ্রদ ও প্রাচীন হ্রদের অন্যতম ।
|