মার্কিন "ডিস্কাভারি"নভোযান পূর্ব যুক্তরাষ্ট্র সময় ৯ আগস্ট সকাল ৮টা ১২ মিনিটে-(পেইচিং সময় সন্ধ্যা ৮টা ১২মিনিটে) কালিফোর্নিয়া রাজ্যের এডওয়াজ বিমানবাহিনী ঘাঁটিতে সাফল্যের সঙ্গে অবতরণ করেছে। তা হলো "কোলাম্বিয়া" দুর্ঘটনার পর মার্কিন নভোযানের প্রথম সফল যাত্রা।
বায়ুমন্ডলে প্রবেশ করার ১ ঘন্টা পর, "ডিস্কাভারি" নিরাপদে মাটিতে অবতরণ করেছে। দু'ঘন্টার পর, "ডিস্কাভারি"-র প্রধান পরিচালক ম্যাদাম এলিন কোলিন্স-সহ ৭ জন নভচারী নভোযান থেকে বেরিয়েছেন।
মার্কিন জাতীয় মহাশূন্য ব্যবস্থাপনা-"নেসা"র মহাপরিচালক মাইকেল গ্রিফিন বলেছেন, এবারকার অভিযান এক সফল "টিম সহযোগিতা"। সঙ্গে সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, ইনসুলেশন ফোম উপকরণ সমস্যা সমাধানের আগে, নেসা অন্য নভোযান উতক্ষেপন করবে না।
১৪ দিন ব্যাপী মহাশূন্য যাত্রায় "ডিস্কাভারি" সাফল্যের সঙ্গে আন্তর্জাতিক স্পেইস স্টেশনে প্রয়োগনীয় সরবরাহ পরিবহন এবং নভোযান মেরামত করা ইত্যাদি কর্তব্য সম্পন্ন করেছে।
ছবি
|