(লিন রুই লিন) হংকং বিশেষ প্রশাসনিক এলাকার সরকারী প্রশাসন ও নীতি বিষয়ক ব্যুরোর মহাপরিচালক লিন রুই লিন ৯ আগস্ট হংকংয়ে বলেছেন, হংকং এবং হংকংয়ের জনগণ উভয়েই যত তাড়াতাড়ি সম্ভব দেশের পুনরেকীকরণের আশা প্রকাশ করছে। দেশের একীকরণ তাইওয়ানের জন্য পুরোপুরি অনুকূল।
ওয়াং চিন পিং'র নেতৃত্বধীন "চীনের একীকরণ ইউনিয়ন" প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত্কারে লিন রুই লিন এই কথা বলেছেন।
তিনি বলেছেন, ১৯৯৭ সালে হংকং মাতৃভূমির কোলে ফিরে আসার পর থেকে "এক দেশ দুই সমাজ ব্যবস্থা" সম্পূর্ণভাবে হংকংয়ে কার্যকরী হয়েছে। গত ৮ বছরের অভিজ্ঞতা থেকে প্রমাণিত হয়েছে যে, "এক দেশ দুই সমাজ ব্যবস্থা" হংকংয়ের জন্য ইতিহাসের সমস্যা সমাধান করেছে, শুধু তা নয়, এ ব্যবস্থা হংকং'র জন্য উন্নয়নের এক নতুন অবকাশও সৃষ্টি করেছে। একই সঙ্গে চীনের মূলভূভাগ এবং হংকং'র নেওয়া কিছু ব্যবস্থাও হংকং'র অর্থনীতির পুনরুদ্ধার কার্যকরভাবে ত্বরান্বিত করেছে।
|