" ছাংও এক নম্বর" চাঁদ প্রদক্ষিণকারী উপগ্রহ ২০০৭ সালে উতক্ষেপনের সম্ভাবনা
cri
৯ আগষ্ট চীনের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি লিমিটেড কোম্পানির সুত্রে প্রকাশ, চীনের চাঁদ অনুসন্ধান প্রকল্প সুষ্ঠুভাবে চলছে। গবেষণারত প্রথম চাঁদ প্রদক্ষিণকারী উপগ্রহ---" ছাংও এক নম্বর" চাঁদ অনুসন্ধানী উপগ্রহ ২০০৭ সালে উতক্ষেপন করা হবে বলে আশা করা হচ্ছে। চীনের মহাশুণ্য প্রযুক্তি গবেষণালয়ের এক্যাডমিশন, " ছাংও এক নম্বর" চাঁদ অনুসন্ধানী উপগ্রহের মহা-স্থপতি স্থাপত্যকর ই পেই জিয়েন বলেছেন, বর্তমানে" ছাংও এক নম্বর" চাঁদ অনুসন্ধানী উপগ্রহের কর্মসূচী নকশা আর নমুনা নকশা সম্পন্ন হয়েছে। বিভিন্ন দফার পেশাগত পরীক্ষাও পুরোদমে চলছে।
|
|