বেসরকারী পুঁজি সাংস্কৃতিক শিল্পে প্রবেশকে উত্সাহ দেয়ার জন্য ৮ আগষ্ট চীনের রাষ্ট্রীয় পরিষদ পেইচিংয়ে নতুন নীতি মালা প্রকাশ করেছে । সাস্কৃতিক শিল্পগুলোতে বেসরকারী পুঁজির প্রবেশ সংক্রান্ত এই নীতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন , যাদুঘর ও সিনেমা ঘর চালু , সিডি ও ভিসিডি বিক্রি , সাংস্কৃতিক পন্য ও সাংস্কৃতিক পরিসেবা রপ্তানি, বই প্রকাশনা ও ছাপা ইত্যাদি ক্ষেত্রে বেসরকারী পুঁজির প্রবেশকে উত্সাহ ও সমর্থন দেয়া হয়েছে । তা ছাড়া কিছু রাষ্ট্রায়ত্ত সাংস্কৃতিক শিল্পপ্রতিষ্ঠানে বেসরকারী পুঁজির বিনিয়োগ ও শেয়ার কেনা অনুমোদন করা হয়েছে ।
এই নীতিতে আরো বলা হয়েছে , বেসরকারী সাংস্কৃতিক শিল্পপ্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় মালিকানার সাংস্কৃতিক শিল্পপ্রতিষ্ঠানের একই সুযোগ সুবিধা পাবে ।
|