চীনের জনগণের জাপ-আক্রমণ-বিরোধী যুদ্ধ জয়ের ৬০তম বার্ষিকী উপলক্ষেজাপানী আগ্রাসী বাহিনীর নানচিং হত্যাকান্ড সংক্রান্ত একটি প্রদর্শনী১০ আগষ্ট পেইচিংয়ের জাতীয় যাদুঘরে উদ্বোধন হবে।
সালের ১৩ ডিসেম্বর জাপানী আগ্রাসী বাহিনী তখনকার চীনের রাজধানী নানচিং দখল করে এবং শহরের বিপুল সংখ্যকনিরীহ নাগরিক ও অস্ত্রত্যাগী চীনা সৈনিকদের হত্যা করেছিলো । নানচিংয়ের তিন লক্ষ লোক এই হত্যাকান্ডে প্রাণ হারিয়েছে ।
জানা গেছে , ২০ দিনব্যাপী এই প্রদর্শনীতে নানচিং হত্যাকান্ডের ঐতিহাসিক ছবি , পুরাকীর্তি ও তথ্যগুলো প্রদর্শিত হবে ।
আগষ্ট হংকংয়েও চীনের জাপ -আক্রমণ বিরোধীযুদ্ধ ও বিশ্ব ফ্যাসিবাদ -বিরোধী যুদ্ধ জয়ের ৬০তম বার্ষিকী উপলক্ষে ' শান্তিপূর্ণ ও ন্যায়পরায়ন ব্রতের বিজয় ' নামে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে ।
|