|
 |
(GMT+08:00)
2005-08-09 20:46:34
|
জাপানের নাগাসাকিতে শান্তি প্রার্থনা অনুষ্ঠান(ছবি)
cri
 আনবিক বোমা বিস্ফোরনের ৬০ তম বার্ষিকী উপলক্ষ্যে ৯ আগষ্ট সকালে জাপানের নাগাসাকি শহরের বিভিন্ন মহলের ছ' হাজারেরও বেশী নাগরিক নিহতদের আত্মার শান্তি প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করেছেন। তারা জাপান সরকারকে যুদ্ধের জন্য অনুতাপ করা এবং যুক্তরাষ্ট্রের পারমাণবিক নীতির সমালোচনা করার দাবি জানিয়েছেন। নাগাসাকি শহরের মেয়র ইকো ইটো "শান্তি ঘোষণাপত্র" পাঠ করেছেন। তিনি সরকারের উদ্দেশ্যে যুদ্ধের জন্যে অনুতাপ করা এবং সরকারের কার্যকলাপ জনিত যুদ্ধ এড়ানোর আহ্বান জানিয়েছেন। প্রধান মন্ত্রী জুনিচিরো একটি বাণিতে আনবিক বোমার বিস্ফোরনে প্রাণহানির শোক প্রকাশ করেছেন।
|
|
|