৮ আগস্ট রাতে জাপানী প্রধানমন্ত্রী জুনিছিরো কোইজুমি বলেছেন, যদি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ও কোমেইটো পার্টির জোট ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য প্রতিনিধি পরিষদের নির্বাচনে সংসদের অর্ধেকের বেশী আসন না পায়, তবে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করবেন।
তিনি সংবাদদাতাদের কাছে বলেছেন, কংগ্রেস ডাক বিভাগের বিরাষ্ট্রীয়করণ প্রস্তাব নাকচ করার পর এ সম্বন্ধে নাগরিকদের মতামত জানার নেয়ার জন্যে তিনি প্রতিনিধি পরিষদ ভেঙ্গে দিয়েছেন। যদি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ও কোমেইটো পার্টি সংসদে অর্ধেকের বেশী আসন পায়, তবে তিনি ডাক বিভাগ বিরাষ্ট্রীয়করণের সংশ্লিষ্ট প্রস্তাব নতুন সংগ্রেস অনুমেদ্দনের প্রয়াস চালাবেন।
|