|
 |
(GMT+08:00)
2005-08-09 19:48:09
|
তাইওয়ানের স্বাধীনতা অবাস্ত
cri
কোনো একটি "স্বাধীন তাইওয়ান প্রয়াসী" সংস্থার একটি অধিবেশনে তাইওয়ান কতৃর্পক্ষের নেতা যে ভাষণ দিয়েছেন, সে প্রসংগে সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের তথ্য মুখপাত্রের সাক্ষাতকার নেওয়া হয়েছে। এই মুখপাত্র বলেছেন, তাইওয়ান কতৃর্পক্ষের নেতা অবিরাম " স্বাধীন তাইওয়ান প্রয়াসী" বিছিন্নতার পক্ষে ওকালতি করেছেন । তা অবশেষে নিজের তৈরী বিষাক্ত মদ পান করার পরিণাম ডেকে আনবে। মুখপাত্রটি বলেছেন, তাইওয়ান প্রণালীর দু পারের সম্পর্ক প্রশমিত আর উন্নত করা হচ্ছে বর্তমানে তাইওয়ানবাসীদের আশা-আকাক্ষা এবং তাইওয়ান প্রণলীল দু পারের প্রধান লক্ষ্য। তা ছাড়া এটা বিশ্ব সমাজের অভিন্ন স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
|
|
|