প্রিয় শ্রোতাবন্ধু,
চীন আন্তর্জাতিক বেতারের বাংলা ওয়েবসাইট চালু হয়েছে ২০০৪ সালের ১ নভেম্বর। আমরা এই ওয়েবসাইটের বিষয়বস্তু সমৃদ্ধ এবং আকর্ষনীয় করার জন্য বহু প্রচেষ্টা চালিয়ে আসছি। তবে এখনো ওয়েবসাইটটি আমাদের কাছে এক নতুন ব্রত। আমরা শিক্ষার সাথে সাথে তা সামনে নিয়ে যাচ্ছি। এর জন্য আমরা ব্যাপক বন্ধুদের মতামত জানার আগ্রহ আছে। আশা করি, আপনারা সময় ব্যয় করে এক বার ওয়েবসাইটটি খুলে দেখুন, সহিষ্ণ নিয়ে নিম্ন প্রশ্নগুলোর উত্তর দেবেন। আগে থেকে আপনাদের সাহায্য এবং সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে রাখছি।
বাংলা ওয়েবসাইটের জরীপ ফম
১। সি আর আইয়ের বাংলা ওয়েবসাইটের মোট মূল্যায়ন কেমন?
ক: খুব ভালো খ: মোটামুটি গ: খারাপ
২। সি আর আইয়ের বাংলা ওয়েবসাইটে আপনার কাছে সবচেয়ে ভালো লাগে প্রথম তিনটি পৃষ্টা কোন কোন?
ক: খ: গ:
৩। সি আর আইয়ের বাংলা ওয়েবসাইটের মাধ্যমে আপনি কি কি বিষয় দেখতে চান?
ক: খ: গ:
৪। আপনি সপ্তাহে কয় বার ইন্টারনেটে দেখেন?
ক: প্রতিদিন খ: তিন চার বার গ: কখনো না
৫। আপনি কোথায় ইন্টারনেট দেখেন?
ক: নিজের বাসায় খ: ইন্টারনেট বার গ: আত্মীয়স্বজনের বাড়ি
৬। আপনার সবচেয়ে পছন্দ তিনটি ওয়েবসাইট লিখুন।
ক: খ: গ:
৭। সি আর আইয়ের বাংলা ওয়েবসাইটের মান উন্নয়নের জন্য আর কি করা দরকার?
ক: খ: গ:
৮। এর আগে আপনি কখনো সি আর আইয়ের বাংলা ওয়েবসাইট দেখেছেন?
ক: হ্যাঁ খ: হয় নি
উত্তরদাতার নামঃ
স্থায়ী ঠিকানাঃ
ইমেইল-ঠিকানাঃ
টেলিফোন নম্বরঃ
|