v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-09 13:56:14    
৯ আগস্ট

cri
৯ আগষ্ট১৯৯৯ রাশিয়ার প্রেসিডেন্ট ইয়েলতসিন সরকার ভেংগে দেন

    ১৯৯৯ সালের ৯ আগষ্ট রাশিয়ার তত্কালীণ প্রেসিডেন্ট ইয়েলতসিন তিন মাস ধরে গড়ে তোলা স্ছেবুসেনের নেতৃত্বাধীন রাশিয়া সরকার ভেংগে দিয়ে পুটিনকে সরকারের প্রধান মন্ত্রী নিয়োগ করেন।একই দিন ইয়েলতসিন নির্দেশ জারী করেন যে, ১৯৯৯ সালের ১৯ ডিসেম্বর দুমার নিবার্চন অনুষ্ঠিত হবে। সে দিন রাত্রে একটি টেলিভিশন ভাষণে তিনি বললেন, ২০০০ সালের জুন মাসে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে পুটিন রাশিয়ার প্রেসিডেন্ট হবেন। তিনি বলেন, পুটিন এমন একজন মানুষ যিনি রাশিয়ার যোগ্য প্রেসিডেন্ট হতে পারেন। তাঁর নেতৃত্বে রাশিয়া সম্মৃদ্ধ দেশ হিসেবে বিকশিত হতে পারে।

৯ আগষ্ট ১৯৬৫ সিংগাপুর স্বাধীন হয়

    ১৮২৪ সালে সিংগাপুর ব্রিটেনের উপনিবেশে পিরণত হয়।১৯৪২ সালের ফেব্রুয়ারী থেকে ১৯৪৫ সালের আগষ্ট পর্যন্ত জাপান সিংগাপুর দখল করে। দ্বিতীয় বিশ্ব যুদ্ধে জাপান আত্মসর্মপন করার পর আবার ব্রিটেনের উপনিবেশ হয়।পরে স্বাধীনতার জন্য সিগাপুরের জনগণ অবিরাম সংগ্রাম চালায়। ১৯৫৮ সালের আগষ্টমাসে ব্রিটেন সিংগাপুরকে স্বশাসনের মর্যাদাদেওয়ার কথা ঘোষণা করে।১৯৫৯ সালের মার্চ মাসে সিংগাপুর স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিতহয়।কিন্তু ব্রিটেন পররাষ্ট্র আর প্রতিরক্ষার ক্ষমতা নিজ হাতে রাখে। ১৯৬৫ সালের ৯ আগষ্ট সিংগাপুর মালয়েসিয়া ফেডারেশন থেকে বেরিয়ে আসে এবং সিংগাপুর প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

৯ আগষ্ট ১৯৭৪ ফোর্ড মার্কিন প্রেসিডেন্ট নিযুক্ত হন

    ১৯৭৪সালের ৯ আগষ্ট ফোর্ড বিনা নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট নিযুক্ত হন। ওয়াটার গেট ঘটনার কারণে প্রেসিডেন্ট নিকসন পদত্যাগ করেন । তত্কালীণ ভাইস প্রেসিডেন্ট ফোর্ড আপনা-আপনি প্রেসিডেন্ট নিযুক্ত হন।

৯ আগষ্ট ১৯৩০ চীনের কৃষক - শ্রমিক গণতান্ত্রিক পাটি সাংহাইএ প্রতিষ্ঠিত হয়।

    ১৯৩০ সালের ৯ আগষ্ট সাংহাইএ অনুষ্ঠিত একটি সম্মেলনে চীনের কৃষক- শ্রমিক গণতান্ত্রিক পাটি প্রতিষ্ঠারকথা ঘোষণা করা হয়। ১৯৩৫ সালের ১ আগষ্ট চীনের কমিউনিষ্ট পাটির প্রকাশিত " ১ আগষ্ট ঘোষণাপত্রে" গৃহযুদ্ধের অবসান ঘটা এবং এক সঙ্গে জাপান-বিরোধী যুদ্ধ "চালানোর আব্হান জানানো হয়েছে।

৯ আগষ্ট ১৯৮৭ দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গখনি শ্রমিকদের ধর্মঘট

    ১৯৮৭ সালের ৯ আগষ্ট " সোনার শহর" বলে পরিচিত দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গের নিকটবর্তী খনি এলাকায় অপুতভূর্ব ধর্মঘট ঘটে। দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাংগ খনি শ্রমিকদের সবচেয়ে বড় ট্রেড ইউনিয়ান----জাতীয় খনি শ্রমিক ট্রেড ইউনিয়ানের আহ্বান আর নেতৃত্বে এই বিরাটাকারের ঘর্মঘট পালিত হয়।তিন লক্ষ ৪০ হাজারাধিক শ্রমিক এই ধর্মঘটে অংশ নেন। ওই ধর্মঘটের ফলে দক্ষিণ আফ্রিকার অর্ধেক সোনার খনি আর এক পঞ্চমাংশ কয়লার খনি অচলাবস্থায় পড়ে। ১৩ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়।

৯ আগষ্ট ১৯৯৬ প্রেসিডেন্ট ইয়েলতসিন শপথ গ্রহণ করেন

    ১৯৯৬ সালের ৯ আগষ্ট রাশিয়ার প্রেসিডেন্ট ইয়েলতসিন শপথ গ্রহণ করে তাঁর দ্বিতীয় মেয়াদের দায়িত্ব শুরু করেন। দু' দফা ভোটদানের পর তিনি আবার রাশিয়ার প্রেসিডেন্ট নিযুক্ত হন।

৯ আগষ্ট ১৯৯৯ চীনে রাষ্ট্রের সর্বোচ্চ বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার চালু

    ১৯৯৯ সালের ৯ আগষ্ট চীনের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ মন্ত্রী শিউ গুয়ান হুওয়া সাংবাদিকদের কাছে ঘোষণা করেন, চীন সরকার রাষ্ট্রের সর্বোচ্চ বিজ্ঞান ও প্রযুক্তিপুরস্কার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। এ পুরস্কারের বোনাস হলো ৫০ লক্ষ রেন মিন পি।